দারিদ্র, অশি‌ক্ষা, অজ্ঞানতা আর ধর্মান্ধতার বিষে
জর্জরিত আকাশ যখন

দারিদ্র, অশি‌ক্ষা, অজ্ঞানতা আর ধর্মান্ধতার বিষেজর্জরিত আকাশ যখন মধ্যাহ্নেই ঢেকেছে আঁধারেমানবতা যখন হাঁসফাঁস করছেবিষয়-ব্যসনের দমবন্ধ করা ফাঁসেতখন সবুজ দিগন্ত-ঘেরা নিস্তরঙ্গ পল্লিতেঅমৃতকুম্ভ হাতে নগ্নপদ পূজারির বেশেআবির্ভূত হলে তুমি।সত্যের অদ্ভুত জ্যোতি ঢেকে রেখেছিল তোমায়,তোমার ভালবাসার স্বর্গীয় ছেঁায়া স্পর্শ করেছিল আচণ্ডালেতুমি ভাঙলে আগল, ভাঙলে সংস্কারের বেড়াজাল…তোমার প্রেমময় অমৃতবাণীপ্রাণে জ্বালাল বিশ্বাসের অনল শিখাতোমার পবিত্র নামের স্পর্শেজগৎ পেল মানবমুক্তির অনিন্দ্য স্বাদ। হে কল্পতরু,নিজ হাতে তিল তিল করে নতুন আকাশ তৈরি করলে তুমিব্রহ্ম-শক্তি, সাকার-নিরাকার, ধর্ম-জাত-পাত-শি‌ক্ষা-অশি‌ক্ষামিলেমিশে সেখানে একাকার হলো কোন অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায়জীবের মাঝে শিবের সন্ধান দিলে অনায়াস বিশ্বােসর দৃঢ়তায় হে যুগান্তের ঋষিতোমার চরণস্পর্শে শুদ্ধ হোক ভূমি,মুক্তির আকাশে ডানা মেলি আমরা…

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in