আপনার ২৬শে ফেব্রুয়ারী তারিখের পত্র অদ্য পাইলাম। এক্ষণে এখানে কুম্ভমেলার
শ্রীশ্রীরামকৃষ্ণসেবাশ্রম, কনখল।১লা মার্চ্চ, ১৩০৯। মান্যবর উদ্বোধন সম্পাদক মহাশয় সমীপেষু, আপনার ২৬শে ফেব্রুয়ারী তারিখের পত্র অদ্য পাইলাম। এক্ষণে এখানে কুম্ভমেলার তুমুল আয়োজন হইতেছে, কারণ, এইবারে মেলা হরিদ্বারে হইবে। আমি এই সম্বন্ধে কিছু লিখিতে চেষ্টা করিব। প্রায় ৬ মাস হইতে এই মেলার জন্য সকল সম্প্রদায়ের সাধুরা এখানে আসিয়া আপন আপন সম্প্রদায়ভুক্ত সাধুগণের থাকিবার জন্য বড় বড় কুটীরাদির বন্দোবস্ত করিতেছিলেন। এখন অধিকাংশের কুটীরাদি নির্ম্মিত হইয়া গিয়াছে আর কাহারও কাহারও কিঞ্চিৎ বাকী আছে, তাহাও ১০।১৫ দিনের মধ্যে হইয়া যাইবে, এইরূপ আশা করা যায়। হরিদ্বার ও কনখলের মধ্যস্থলে “নির্ব্বাণী”দের প্রকাণ্ড লম্বা কুটীর ঐ সম্প্রদায়ের সাধুদিগের জন্য তৈয়ার হইয়া গিয়াছে এবং গত একাদশীর দিন বেলা ২।।়০টার সময় তাঁহাদের জমায়েৎ আসিয়া গিয়াছে। এই জমায়েৎ আসিবার সময় বড় সুন্দর েদখাইয়াছিল। প্রথমে ১২ জন নাগা সাধু উষ্ট্রের উপর চড়িয়া ঢাক বাজাইতে বাজাইতে আসিলেন। তারপর প্রায় ২০ জন সাধু সুসজ্জিত অশ্বে আরোহণ করিয়া রামশিঙ্গা ও হরেক রকমের ছোট ছোট পতাকা লইয়া আসিলেন। ক্রমে ১৪টী মূল্যবান বস্ত্রাবৃত হস্তী ও হস্তিনী—তাহাদের উপর সাধু ও গৃহস্থ উভয়বিধ লোক বড় বড় পতাকা লইয়া আরূঢ়। তাহার পর একদল ইংরাজী বাজন্দার ও একটী ডাণ্ডী (dandee) কপিল মুনির প্রস্তরনির্ম্মিত প্রতিমূর্ত্তি লইয়া। তারপর দুইখানি পাল্কি—প্রথম খানিতে বিভূতি ও দ্বিতীয় খানিতে একজন সন্ন্যাসী মহাপুরুষ। ক্রমে একদল দেশী বাজন্দার ও আর এক দল ইংরাজী বাজন্দার এবং লাঠিখেলোয়াড়গণ। তৎপরে আসাসোঁটা লইয়া, প্রায় ২০ জন বালক ও যুবা পাইক দুইজন দুইজন করিয়া শ্রেণীবদ্ধভাবে চলিলেন। ইঁহাদের পরে প্রায় ৫০ জন সর্ব্বাঙ্গে বিভূতিভূষিত জটাজূটধারী নাগা নির্ব্বাণী সাধু হর হর করিতে করিতে দুইজন দুইজন করিয়া আসিয়া গেলেন। তাঁহাদের পরে প্রায় ৩০ খানি এক্কা গাড়ি সাধু ও গৃহস্থ উভয়কে লইয়া আসিল। অবশেষে আবার প্রায় ১০টী উষ্ট্র আসবাবাদি লইয়া উপস্থিত হইল। শিবরাত্রির দিনে আবার এই জমায়েৎ কনখলের দক্ষেশ্বর মহাদেব (যেখানে দক্ষযজ্ঞ হইয়াছিল, সেখানে একটি মহাদেবের লিঙ্গমূর্ত্তি স্থাপিত আছে, তাঁহাকেই দক্ষেশ্বর বলিয়া থাকে—এই মহাদেবের মন্দির এখন নির্ব্বাণীদের হস্তে...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in