লিটল ম্যাগাজিন নামে লিটল হলেও গ্রেট’—একথা বলতেন সদ্য প্রয়াত ‘লিটল ম্যাগাজিন গ্রন্থাগার ও সংগ্রহশালা’র প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত (১৯৫১—২০২৩)। বাংলা ভাষা সংস্কৃতির প্রতি নিঃসীম ভালবাসা থেকেই এই প্রতিস্পর্ধার জন্ম।

‘লিটল ম্যাগাজিন নামে লিটল হলেও গ্রেট’—একথা বলতেন সদ্য প্রয়াত ‘লিটল ম্যাগাজিন গ্রন্থাগার ও সংগ্রহশালা’র প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত (১৯৫১—২০২৩)। বাংলা ভাষা সংস্কৃতির প্রতি নিঃসীম ভালবাসা থেকেই এই প্রতিস্পর্ধার জন্ম। যেজন্য বাংলাভাষায় প্রকাশিত সকল পত্র-পত্রিকা স্বরূপত এক হলেও বৈচিত্রে প্রত্যেকে অনন্য। বহু বন্ধুর পথ পেরিয়ে কেবলমাত্র লেখকগোষ্ঠী, আগ্রহী পাঠক ও পৃষ্ঠপোষকের ওপর ভর করেই এই কর্মযজ্ঞ প্রবহমান গতিধারার রূপ লাভ করেছে। দেশভক্তের চিঠি-র বর্তমান সংখ্যাটি দেখে একথাগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে হলো—যে-পত্রিকার প্রকাশের উদ্দেশ্যে রয়েছে বিশুদ্ধ ‘দেশভক্তি’। দেশের মঙ্গলার্থে, দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই এই ‘চিঠি’র জন্ম। পত্রিকা-নামের মধ্যে ‘চিঠি’ শব্দটি সাংকেতিক অর্থেই প্রযোজ্য, যার মধ্যে মিশে রয়েছে স্মৃতি-সত্তা-ভবিষ্যতের প্রতি দায় আর দায়িত্বের উত্তরাধিকার—যা এই সংখ্যায় সংকলিত প্রতিটি রচনার মধ্যে স্পষ্টতই উপলব্ধি করা যায়। বিচ্ছিন্নভাবে সংকলিত প্রবন্ধগুলির মধ্যেও সার্থকভাবে মিশে রয়েছে দেশপ্রেমের মূর্ছনা। দেশভক্তের চিঠিসম্পা : মনিকা সেনগুপ্তরায়পুর রোড ইস্ট, কলি-৩২১০০.০০

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in