শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্য স্বামী সারদানন্দজী। তাঁর মন্ত্রশিষ্য ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ
শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্য স্বামী সারদানন্দজী। তাঁর মন্ত্রশিষ্য ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দ। সৌভাগ্যক্রমে তাঁর পুণ্যসান্নিধ্যলাভের সুযোগ পেয়েছি। তাঁর সঙ্গে যত থেকেছি, ততই শিখেছি। মহারাজের অসাধারণ প্রজ্ঞা, বুদ্ধি, যুক্তির আলোকে সমৃদ্ধ হয়েছি। তাঁর তপঃপরায়ণতা, স্থৈর্য, ধৈর্য, তিতিক্ষা আমার চলার পথে নিরন্তর প্রেরণা দিয়েছে। আজ চিন্তা করলে মনে হয়, পূজনীয় মহারাজের মহৎসঙ্গ আমাদের কাছে কত শিক্ষণীয় ও প্রেরণাদায়ী ছিল! তা এখনো আমাকে প্রেরণা দিচ্ছে এবং আমৃত্যু দিয়ে যাবে। সেসব ভাবলে হৃদয়, মন এক দিব্যভাবে পূর্ণ হয়ে ওঠে। সেইসব পুণ্যস্মৃতির কিয়দংশ তুলে ধরছি। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রধান ফটকের ভিতরের দিকে বেশ বড় শিকল আছে। ঐ শিকলের সঙ্গে ভূতেশানন্দ মহারাজের একটি পুণ্যস্মৃতি জড়িত। শেষ যেবার মহারাজ কাশী বিশ্বনাথ দর্শনে যান, সেবার আমিও তাঁর সঙ্গে ছিলাম। বিশ্বনাথকে দর্শন করে মহারাজ মন্দির থেকে বেরনোর পথে সিমেন্টের বেঞ্চে বসে কিছুক্ষণ জপ করলেন। তারপর যখন মন্দির থেকে বেরিয়ে আসবেন, তখন পূর্বোক্ত দরজার সেই শিকল স্পর্শ করে পরম ভক্তিভরে মাথায় ঠেকালেন। পরিবর্তিত বর্তমান মন্দির প্রাঙ্গণে এই শিকল এখন আর নেই। পরে অবসর সময়ে মহারাজকে জিজ্ঞাসা করলাম : “মহারাজ, বিশ্বনাথ মন্দিরের সেই দরজার শিকল আপনি মাথায় ঠেকালেন। এর কারণ কী?”মহারাজ উত্তরে বললেন : “এ হলো প্রভুর কাছে প্রার্থনা করা, যাতে তিনি জন্ম-জন্মান্তরের বন্ধনশৃঙ্খল উন্মুক্ত করে দেন।” আমি বললাম : “তিনি তো এমনিতেই সকলকে উদ্ধার করছেন, তারপর আবার এসব কেন?” মহারাজ বললেন : “দেখ, প্রত্যেক মন্দিরেরই কিছু প্রাচীন রীতি আছে। তা যুগ যুগ ধরে সাধকেরা মেনে আসছেন। সকলেরই তা মানা উচিত।” এই প্রসঙ্গে আমার মনে পড়ল শ্রীশ্রীঠাকুরও তো এমনটা করেছেন। প্রাচীনকাল থেকে পুরীধামে জগন্নাথদেবের মহাপ্রসাদকে সাক্ষাৎ ব্রহ্ম জ্ঞান করা হয়। শ্রীশ্রীঠাকুরও কখনো মহাপ্রসাদের অমর্যাদা করেননি। দক্ষিণেশ্বরে তাঁর ঘরে তাঁর বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ থাকত। তিনি রোজ সকালে পরম ভক্তিভরে সেই মহাপ্রসাদের একদানা খেতেন। স্বামীজীকে একবার বলেছিলেন যে, জগন্নাথদেবের মহাপ্রসাদ খেলে জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। এমনকী একবার শ্রীশ্রীঠাকুর...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in