সাধারণ লোক কথা না কয়ে এক মুহূর্তও থাকতে পারে না। যদি কথা কইবার কাউকে না পায় তো মনে মনেই
সাধারণ লোক কথা না কয়ে এক মুহূর্তও থাকতে পারে না। যদি কথা কইবার কাউকে না পায় তো মনে মনেই কথা কইবে। চিন্তা করা আর কি? আপনা আপনি কথা কওয়া। তাই যদি হলো তো মিছে আজেবাজে যা-তা না বকে ভগবানের নাম করা, চিন্তা করা কি ভাল নয়? কাজকর্মের ব্যাপারে অবশ্য লোকের সঙ্গে নানা কথা কইতে হয়। কিন্তু যখন একলা থাকবে, বা বিশেষ কাজে ব্যস্ত থাকবে না, তখন মিছে অন্য ভাবনা না ভেবে ভগবানের স্মরণ-মনন ও নাম করাই তো ভাল। অন্য ভাবনা না আসে তার জন্যে জপ-অভ্যাস দরকার। জপ কি না নিরবচ্ছিন্ন, একটানা ভগবানের নাম করে যাওয়া। জপের সময় নাম-নামী অভেদ ভেবে তাঁরই চিন্তা করতে হয়। যে নাম সে-ই নামী, অর্থাৎ নাম করলেই যাঁর নাম তাঁকেই বোঝায়। কোন কাজের জন্যে যদি কাউকে নাম ধরে ডাক তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও মনের সামনে ভেসে ওঠে এবং সেও সাড়া দেয় বা আসে। জপও ঠিক তাই, যদি ঠিক হয়, যদি তাঁতেই মন লেগে থাকে। —স্বামী বিরজানন্দ
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
