বইপ্রিয় বাঙালির প্রিয় বইমেলার শুভ সূচনা হয় ১৯৬৩ সালে মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরে
ভারতের প্রথম বইমেলার ইতিবৃত্তসম্পাদনা : কুণাল কান্তি দেপ্রকাশক : বাসভূমি প্রকাশন২০০.০০ বইপ্রিয় বাঙালির প্রিয় বইমেলার শুভ সূচনা হয় ১৯৬৩ সালে মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরে। ঐ অঞ্চলের কয়েকজন সাহিত্যানুরাগীর প্রচেষ্টায় ভারতে প্রথম গ্রন্থমেলার সূত্রপাত ঘটে। নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের ভাষায়—“এই প্রথম গ্রন্থমেলা বরুণবাবুর ‘ব্রেন-চাইল্ড’।” বরুণবাবু হলেন সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী বরুণ রায়। ১৯৬৩ সালে প্রথম বইমেলায় একটি স্মরণিকা প্রকাশিত হয়েছিল। সেই বর্ণময় বইমেলার হীরক জয়ন্তী বর্ষে সম্পাদক কুণাল কান্তি দে-র তত্ত্বাবধানে প্রকাশিত এই গ্রন্থ—যেখানে স্মৃতি আর ইতিহাসের বিমিশ্রণে ‘উপেক্ষিত’ একটি প্রয়াসকে যথাযথ গুরুত্ব জানানোর জোরালো দাবি রাখা হয়েছে। তাই মনে হয়, এই গ্রন্থ কেবল গ্রন্থ নয়—এটি আসলে সোচ্চারে ঘোষিত হওয়া এক আহ্বান।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in