(মুনশি জগমোহনলালকে* লিখিত)

বলেন ভিলা
দার্জিলিং
১৫ এপ্রিল ১৮৯৮

প্রিয় জগমোহন,
জাপান, ইউরোপ ও আমেরিকা যাওয়ার পথে এবং ওখানে থাকার সময় মাননীয় মহারাজাকে আমার লেখা সমস্ত চিঠি আপনি যদি খুঁজে পান, তাহলে অনুগ্রহ করে সেগুলি যত্ন সহকারে প্যাক করে, রেজিস্ট্রি ডাকে যত তাড়াতাড়ি সম্ভব মঠে আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন।
আশীর্বাদ সহ,

আপনারই,
বিবেকানন্দ

*দেওয়ান এবং খেতড়ির মহারাজা অজিত সিংহের ব্যক্তিগত সচিব।

(মিস জোসেফিন ম্যাকলাউডকে লিখিত)

দার্জিলিং
১৯ এপ্রিল [১৮]৯৮

প্রিয় মিস ম্যাকলাউড,
মিস নোবলকে আমাদের সঙ্গে কাশ্মীর যাওয়ার জন্য তুমি আমন্ত্রণ জানাতে মনস্থ করেছ জেনে মিস মূলার খুব খুশি হয়েছেন।

এব্যাপারে তাঁর আন্তরিক সম্মতি রয়েছে। ফেরার পথে মিস মূলার তার জন্য কলকাতায় কিছু সূচনা করবেন। তার দার্জিলিঙে আসার একেবারেই দরকার নেই।

আশা করি এই দাবদাহে কিছুটা হলেও মানিয়ে নিয়েছ। খুব সম্ভবত এই সপ্তাহেই যাত্রা করব।

সতত প্রভুপদাশ্রিত তোমার,
বিবেকানন্দ

(শ্রীনগরের টেলিগ্রামের অফিসার-ইন-চার্জকে লিখিত)

১৯ এপ্রিল ১৮৯৮

মহাশয়,
আমার নামে আসা কোনো টেলিগ্রাম আপনি পেয়ে থাকলে তা অনুগ্রহ করে মিস ম্যাকলাউড বা তাঁর প্রতিনিধিকে নেওয়ার অনুমতি দেবেন এবং তার প্রাপ্তিস্বীকার করবেন৷

আপনার বিশ্বস্ত,
বিবেকানন্দ


(মিস জোসেফিন ম্যাকলাউড অথবা মিসেস ওলি বুলকে লিখিত)

শেষনাগ
চন্দনবাড়ি, কাশ্মীর
[শ্রীনগর থেকে অমরনাথ যাওয়ার পথে]

[জুলাইয়ের শেষার্ধ, ১৮৯৮]

পুরানো ডান্ডিটি (সাধারণ পালকি) ব্যবহার করা অসুবিধাজনক হওয়ায় ফেরত পাঠাচ্ছি। মার্গারেটের মতো আরেকটি পেয়েছি। তোমার/আপনার পূর্বপরিচিত বেরিনাগের তহসিলদার খণ্ড চঁাদ মহাশয়কে ওটি পাঠিয়ে দিও/দেবেন। আমরা ভাল আছি। মার্গট কয়েকটি নতুন ফুল আবিষ্কার করেছে ও আনন্দে আছে। বরফ খুব একটা নেই, তাই রাস্তা ভাল।

তোমার/আপনার স্নেহের,
বিবেকানন্দ

পুনশ্চ : আমি যতদিন না আসছি ততদিন ডান্ডিটি রেখে দিও/দেবেন এবং দুজন কুলির প্রত্যেককে ৪ টাকা ২ আনা করে দিও/দেবেন।

দার্জিলিং থেকে ২৩ এপ্রিল ১৮৯৮ সালে স্বামী ব্রহ্মানন্দকে লিখিত স্বামী বিবেকানন্দের পত্র

Coolie-Tara

[হিসাব তালিকা]

[অস্পষ্ট শব্দ] ২০

ডান্ডি ২৬

কুলি ১৬ ২ ঘণ্টা =৮ টাকা —আনা
কুলি ৪ ৪ আনা প্রতি ঘণ্টা হিসাবে ২১/২ ঘণ্টা =০২ —৮
ডান্ডি ২৬ ৬ আনা প্রতি ঘণ্টা হিসাবে ৩১/২ ঘণ্টা =৩৪ —২
অতিরিক্ত ৪ ৪ আনা প্রতি ঘণ্টা হিসাবে ১ ঘণ্টা =০১ —০
টাট্টুঘোড়া ২ ১২ আনা প্রতি ঘণ্টা হিসাবে ২১/২ ঘণ্টা =০৩ —১২
টাট্টুঘোড়া ১ ১২ আনা প্রতি ঘণ্টা হিসাবে ১ ঘণ্টা =০০ —১২

                                                      ৫০            —২

ডান্ডি ২ ৩১/২ ঘণ্টা [অস্পষ্ট শব্দ]


                                                    ৫২             —০
               [অস্পষ্ট শব্দ]                          ০৮            —[০]

                                                    ৬০            —[০]

Bed chairs ০৪
লটবহর ২৫
ডান্ডি ২৬

         ৫৫      
         ৫৫ সব মিলিয়ে        

২টি ঘোড়া— প্রথম পর্ব—১২ মাইল
Batacooti—
পহেলগাঁও পরবর্তী পর্ব