আমেরিকায় স্বামী বিবেকানন্দ একাধিক ম্যাসনিক লজে বক্তৃতা দিয়েছেন। তবে এগুলি
[পূর্বানুবৃত্তি : ফাল্গুন সংখ্যার পর]।।৩।। শিকাগো ম্যাসনিক টেম্পল এবং অন্যান্য আমেরিকায় স্বামী বিবেকানন্দ একাধিক ম্যাসনিক লজে বক্তৃতা দিয়েছেন। তবে এগুলি ম্যাসনদের নিজস্ব অনুষ্ঠান ছিল না। এখন যেভাবে নানা অনুষ্ঠানের জন্য প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হয়, অনুমান করা যায় স্বামীজীর জন্য এইসব ম্যাসনিক লজে বক্তৃতার বন্দোবস্ত করা হয়েছিল। শুধু ম্যাসনিক লজই নয়, ফ্রিম্যাসনারির শাখা-সম্প্রদায়ের লজেও স্বামীজী বক্তৃতা দিয়েছেন। মেরি লুই বার্কের গবেষণা থেকে জানতে পারি, ১৯০০ সালের ২৩ ফেব্রুয়ারি সান ফ্রান্সিস্কোর ‘গোল্ডেন গেট হল’-এ স্বামীজী ভাষণ দেন। বক্তৃতার বিষয়—সার্বজনীন ধর্মের আদর্শ। মেরি লুই বার্ক জানাচ্ছেন : “গোল্ডেন গেট হলটি সাটার স্ট্রিটের দক্ষিণ পার্শ্বে অবস্থিত টেলর এবং ম্যাসন নামক দুটি বাড়ির মাঝখানের একটি ইষ্টক-নির্মিত অট্টালিকা। ওটি ফ্রিম্যাসনরি খ্রিস্টান ভ্রাতৃসঙ্ঘের অন্তর্ভুক্ত নাইট্স টেম্পলার নামক খ্রিস্টসম্প্রদায়ের ১৬ নং কম্যান্ডারির প্রধান কার্যালয়। সান ফ্রান্সিস্কোতে স্বামীজী যেসব বাড়িতে ভাষণ দিয়েছিলেন, তাদের সকলের ক্ষেত্রেই যেরূপ ঘটেছিল—সেরূপভাবেই এই বাড়িটিও ১৯০৬ সালের ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায়।… যদিও সভামঞ্চের দর্শকদের আসনসংখ্যা কত ছিল, তার উল্লেখ নেই, তথাপি আমরা অনুমান করে নিতে পারি যে, এর আকৃতি ছিল মাঝারি রকম। আমরা ইহাও অনুমান করে নিতে পারি যে, বক্তার মঞ্চে প্রবেশ করার জন্য পৃথক কোন দরজার ব্যবস্থা ছিল না, কারণ দেখতে পাওয়া যায় যে, স্বামীজী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যাকালে ভাষণের মঞ্চে ওঠার পূর্বে হলের শ্রোতাদের মধ্যে প্রথম সারিতে বসে অপেক্ষা করছেন।”৪০ এই গবেষণা-সূত্রে আরো জানা যাচ্ছে, মার্চ-এপ্রিল মাসে স্বামীজী সান ফ্রান্সিস্কো শহরে ৩২০ নম্বর পোস্ট স্ট্রিটের রেড মেন্স বিল্ডিঙে বক্তৃতা দিয়েছেন। বাড়ির বিবরণ এইরকম—“দি রেড মেন্স বিল্ডিং বাড়িটির মালিক ছিল ‘ইমপ্রুভড অর্ডার অব রেড মেন’ নামক অনেকটা ফ্রিম্যাসনরির মতোই এক গুপ্ত সমিতির। এই ত্রিতল বাড়িটি ছিল একটু সরু ধাঁচের—ইউনিয়ন স্কোয়ারের সম্মুখস্থ ব্লকের মাঝামাঝি স্থলে অবস্থিত। বাড়িটির সবচেয়ে নিচতলায় ভাড়াটে হিসাবে ছিল দুই বা ততোধিক দোকান। তেতলাতে সারা বাড়ি জুড়ে খুব বড় একটা সাইনবোর্ড ছিল—তা থেকে বোঝা যেত যে, ঐ তলাটা ছিল প্যাসিফিক বিজনেস কলেজের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
