ফ্রিম্যাসনারি কী বোঝাতে প্রতাপচন্দ্র চন্দ্র একটি কথোপকথন ব্যবহার করেছেন তাঁর
[পূর্বানুবৃত্তি : মাঘ সংখ্যার পর]।।২।।ব্রাদার বিবেকানন্দ—ভিন্ন মত ফ্রিম্যাসনারি কী বোঝাতে প্রতাপচন্দ্র চন্দ্র একটি কথোপকথন ব্যবহার করেছেন তাঁর পুস্তিকায়। ম্যাসনিক লজে একজন ‘Worshipful Master’ বা প্রধান উপাসক থাকেন। ম্যাসনারিতে যোগ দিতে হলে প্রার্থীকে (Candidate) নির্দিষ্ট কয়েকটি পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। এই কথোপকথনটি সামগ্রিক পদ্ধতিরই একটি অংশ। যেমন—প্রধান উপাসক—ফ্রিম্যাসনারি কী?প্রার্থী—এটি নৈতিকতার একটি অভিনব পন্থা যা আবৃত নানা রূপকে এবং চিত্রিত হয় প্রতীকে।প্রধান উপাসক—এই সমিতির প্রধান নীতিগুলি কী?প্রার্থী—সৌভ্রাতৃত্ব, সেবা এবং সত্য।প্রধান উপাসক—কারা ম্যাসন হওয়ার উপযুক্ত?প্রার্থী—একজন স্বাধীনচেতা, ঋজু, প্রাপ্তবয়স্ক মানুষ, যাঁর বিবেচনাবোধ এবং প্রখর নীতিজ্ঞান রয়েছে, তিনি ম্যাসন হওয়ার উপযুক্ত। ফ্রিম্যাসনরা বিশ্বের অন্যতম প্রাচীন সমিতি। কয়েকটি উপন্যাস কিংবা সিনেমায় ম্যাসনদের গুপ্তসমিতি হিসাবে দেখানো হলেও এঁদের লজগুলিতে সদস্য নন—এমন মানুষও যেতে পারেন। এঁদের কর্মসূচিও প্রকাশ্যে আনা হয়। একসময় সমাজের, বিশেষ করে ইংল্যান্ড-আমেরিকায় ক্ষমতাবানরাই ম্যাসন সদস্য হতেন। সাধারণত ম্যাসনিক লজে মহিলা সদস্য থাকে না, তবে মহিলারা তাঁদের নিজস্ব লজ গঠন করতে পারেন। কয়েকটি গোপন প্রথা ম্যাসন সদস্যদের সামনে রুদ্ধদ্বার কক্ষে হয়। এগুলির মধ্যে রয়েছে তাদের অন্তর্ভুক্তি বা দীক্ষার প্রথাটি। ম্যাসনদের বিভিন্ন পদে উন্নীত হওয়ার অনুষ্ঠানেও বেশ কয়েকটি রীতি মানা হয়। এর মধ্যেও রয়েছে পূর্বোক্ত কথোপকথনের মতো কিছু নির্দিষ্ট সংলাপ। যেকোনো জাতি ও ধর্মের মানুষ ম্যাসন হওয়ার জন্য আবেদন জানাতে পারেন, তবে নির্দিষ্ট কোনো দেবতার পরিবর্তে প্রার্থীকে এক পরম ঈশ্বরের প্রতি আস্থাশীল হতে হবে। প্রার্থীকে এও স্বীকার করতে হবে যে, স্ব-ইচ্ছায় ম্যাসনিক নীতিগুলির প্রতি পূর্ণ সমর্থনে তিনি একজন ফ্রিম্যাসন হতে চান। সমিতির নিয়ম এবং মন্ত্রগুপ্তি রক্ষা করতে তিনি বদ্ধপরিকর। তিনি নিজে যেমন প্রভাবিত হবেন না, তেমনই নিজের পরিচিতি এবং পদের অপব্যবহার করবেন না ইত্যাদি। এই আচার-অনুষ্ঠান সম্পূর্ণ হলে প্রার্থী ম্যাসন হিসাবে পরিচিতি এবং প্রতীক পেয়ে থাকেন। প্রতাপচন্দ্রের যুক্তি, নিজেদের পদ এবং পরিচিতির সুবিধা নেওয়া ম্যাসনদের নিয়মবিরুদ্ধ। নরেন্দ্রনাথ ম্যাসনিক লজে যোগ দেওয়ার সময় এই আচার-অনুষ্ঠানগুলির মধ্য দিয়েই গিয়েছিলেন এবং উপরি-উক্ত সংলাপগুলি বলে শপথ নিয়েছিলেন। সুতরাং, কেরিয়ারের সুবিধার জন্যই...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
