পার্ক স্ট্রিট। কলকাতার এক ব্যস্ততম রাস্তা। চৌরঙ্গি বা জওহরলাল নেহরু
পার্ক স্ট্রিট। কলকাতার এক ব্যস্ততম রাস্তা। চৌরঙ্গি বা জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে এশিয়াটিক সোসাইটির ধার দিয়ে হঁাটা শুরু করলে অনতিদূরে চোখে পড়বে ১৯ নম্বর ফটক। প্রবেশপথের পাশে মার্বেল ফলক। তাতে উৎকীর্ণ ‘ফ্রিম্যাসন্স’ হল’, ‘ডিসট্রিক্ট গ্র্যান্ড লজ’, ‘বেঙ্গল ম্যাসনিক অ্যাসোসিয়েশন’ ইত্যাদি। প্রতিদিনই হাজার হাজার মানুষের যাতায়াত এ রাস্তা দিয়ে। ফটকটি অনেকের চোখেও পড়ে। পথচারীদের মধ্যে কেউ কেউ ‘ফ্রিম্যাসন’ শব্দটির সঙ্গে পরিচিত। হয়তো তাদের একটু বাড়তি আগ্রহ তৈরি হয়। কিন্তু অফিস যাওয়ার পথে অন্যদিকে নজর দেওয়ার সময় কোথায়? ফলে জনস্রোত বইতে থাকে পার্ক স্ট্রিটে। কিন্তু ব্যতিক্রম হতেই পারে। ঐ ফটক দিয়ে ঢুকে পড়লে চোখে পড়বে শান্ত মনোরম পরিবেশ। সবুজ ঘাসে ঢাকা মাঠ। শতাব্দী-প্রাচীন একাধিক ভবন, যার একটিতে রয়েছে ম্যাসনিক টেম্পল। মাঠের অপর প্রান্তে যে বিস্তৃত প্রবেশদ্বার, তা দিয়ে দ্বিতলে পৌঁছানো যায়। সেখানে রয়েছে ম্যাসনদের মন্দির। আর প্রবেশদ্বারের এক পাশে একটি মূর্তি। মূর্তিটি স্বামীজীর। বেদিতে লেখা—“Bro. Narendranath Dutta—Swami Vivekananda, Initiated into Freemasonry on February 19, 1884”। ফ্রিম্যাসনারিতে সদস্যরা পরস্পরকে সম্বোধন করেন ‘ব্রাদার’ বলে। আর এখানে ‘Initiation’ হলো ম্যাসনারিতে অন্তর্ভুক্তি বা দীক্ষা। সুতরাং এই মূর্তি এবং ফলকে খোদিত লেখাগুলি নরেন্দ্রনাথ দত্ত—যিনি পরবর্তিকালে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ—তাঁর ম্যাসনিক অভিজ্ঞান। যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন : “মনে রাখিতে হইবে, আমরা লৌকিক দৃষ্টি অবলম্বনে মানবীয় ভাষায় লোকোত্তর পুরুষের জীবনী লিখিতে বসিয়াছি…।”১ মহারাজ ছিলেন সুলেখক, অনুসন্ধিৎসু এবং গবেষণায় অক্লান্ত। তবুও যুগনায়ক বিবেকানন্দ লেখার সময় দিব্যজীবনকে ভাষায় প্রকাশে সীমাবদ্ধতার কথা পাঠকদের স্মরণ করিয়ে দিয়েছেন। বর্তমান রচনায় স্বামীজীর জীবনের একটি ক্ষুদ্র ভগ্নাংশ নিরীক্ষণের প্রয়াস করা হয়েছে। ফ্রিম্যাসন এবং স্বামীজী বিষয়ে কয়েকটি প্রবন্ধ, পুস্তিকা, নথিপত্র, নির্দেশিকা সম্মিলিত করে সেই খণ্ডাংশ নির্মাণের এই চেষ্টা। সাধারণ অর্থে ফ্রিম্যাসনারিকে গণ্য করা হয় একটি গুপ্তসমিতি হিসাবে, যদিও আদতে তা নয়। এমতাবস্থায় একটি গুপ্তসমিতির সঙ্গে স্বামীজীর সংযুক্ত থাকার খবর নানা প্রকাশনায় নানারূপে পরিবেশিত হয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে। তাই রামকৃষ্ণ-বেদান্ত সাহিত্যের প্রামাণ্য গ্রন্থগুলির পাশাপাশি সংশ্লিষ্ট নানা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in