১৮৯৮ সালের জুন মাসের মাঝামাঝি হইতে বিবেকানন্দ কাশ্মীরে ভ্রমণরত। ক্রমে ৪ জুলাই আসিয়া পড়িল। ঐ দিনটি আমেরিকার স্বাধীনতা দিবস।
১৮৯৮ সালের জুন মাসের মাঝামাঝি হইতে বিবেকানন্দ কাশ্মীরে ভ্রমণরত। ক্রমে ৪ জুলাই আসিয়া পড়িল। ঐ দিনটি আমেরিকার স্বাধীনতা দিবস। স্বামীজীর সহিত তখন আমেরিকার তিন মহিলা—প্যাটারসন, ওলি বুল (ধীরামাতা) এবং ম্যাকলাউড (জয়া)। আর ছিলেন ইংল্যান্ডের নাগরিক নিবেদিতা। ৩ তারিখ নিবেদিতা দুঃখ করিয়া বলিলেন যে, তাঁহাদের নিকট আমেরিকার জাতীয় পতাকা থাকিলে পরদিবস তিন আমেরিকান মহিলাকে তাঁহাদের স্বাধীনতা উৎসব উপলক্ষে অভিনন্দিত করিতে পারিতেন। কথাটি স্বামীজীর মনে ধরিল। নিবেদিতাকে লইয়া অন্যদের অজ্ঞাতসারে তিনি ৪ জুলাইয়ের উৎসবের আয়োজন করিতে লাগিলেন। এক কাশ্মীরি দরজিকে দিয়া কোনোমতে আমেরিকার জাতীয় পতাকা তৈরি হইল। ভোজনাগাররূপে ব্যবহৃত নৌকার উপরে তাহা বৃক্ষশাখার সহিত পেরেক দিয়া লাগাইয়া দেওয়া হইল। ডালপালা দিয়া প্রবেশদ্বারটিও সুসজ্জিত হইল। পরদিবস সকালে আমেরিকাবাসিনীরা চা-পান করিবার জন্য নৌকাতে আসিলেন। ইতিমধ্যে স্বামীজী ‘To The Fourth of July’ শীর্ষক একটি কবিতা রচনা করিয়াছেন। স্বাধীনতার জয়গান গাহিয়া রচিত এই কবিতাটি সেদিন সর্বসমক্ষে পঠিত হইল। ৪ জুলাই উপলক্ষে স্বামীজী যে-স্বাধীনতার কবিতা রচনা করিলেন তাহা চিরন্তন স্বাধীনতা। ইহার ঠিক চারি বৎসর পরের ৪ জুলাইয়ের এক সপ্তাহ পূর্বে স্বামী শুদ্ধানন্দকে একখানি পঞ্জিকা আনিতে বলিলেন। কয়েকদিনের পাতা দেখিয়া পঞ্জিকাটি নিজের ঘরে রাখিয়া দিলেন। মাঝে মাঝে তাহার পাতা উলটাইতেন। অমরনাথ হইতে ফিরিয়া আসিয়া বলিয়াছিলেন, মহাদেব তাঁহাকে ইচ্ছামৃত্যু বর দিয়াছেন। ইচ্ছা করিয়া তিনি মহাপ্রস্থান করিলেন ৪ জুলাই ১৯০২, আমেরিকার স্বাধীনতা দিবসেই। যদি শুধু একটিমাত্র আকাঙ্ক্ষা আমেরিকার রন্ধ্রে রন্ধ্রে থাকে তাহা হইতেছে স্বাধীনতা, স্বামীজীর প্রাণের ভাব। ৪ জুলাই ১৭৭৬-এ আমেরিকার ‘Declaration of Independence’-এ লিখিত হইয়াছিল : “আমাদের মতে এই সত্যগুলি স্বতঃসিদ্ধ—সব মানুষই সমানভাবে সৃষ্ট; বিধাতা মানুষের মধ্যে এমন কিছু অধিকার দিয়াছেন যাহা অন্তর্নিহিত এবং কোনো অবস্থাতেই সেগুলিকে তাহার নিকট হইতে বিচ্ছিন্ন করা যায় না; জীবন, স্বাধীনতা এবং আনন্দের অনুসন্ধান সেগুলির মধ্যে অন্যতম; এই অধিকারগুলি লাভের জন্যই সরকারের সৃষ্টি হইয়াছে। আর সেই সরকারের নীতিসম্মত ক্ষমতার বুনিয়াদ মানুষই।” ‘বহুজনহিতায় বহুজনসুখায়’ উৎসর্গীকৃত বিবেকানন্দের জীবন। সমগ্র বিশ্বের জন্য তাঁহার আসা, তাহার সর্বপ্রকার স্বাধীনতাই তাঁহার...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in