ধর্মের নামে গোঁড়ামিগুলোকে
করে দিয়ে ছারখার
চেয়েছিল এক তরতাজা লোক
শি‌ক্ষার বিস্তার।

সহ্য করেনি বিত্তশালীর
গরিবকে পিষে ফেলা
মনে করেছিল মহাপাপ মানে
নারীদের অবহেলা।

ত্যাগ ও সেবাকে আদর্শ মেনে
বাস্তবে রূপায়ণ
ভেবেছিল এই ভারতবর্ষে
নিপীড়িত জাগরণ।

জীবে প্রেম করা ঈশ্বর-পুজো
হোক জীবনের গান
ভগবান? সে তো মন্দিরে নেই
মানুষই তো ভগবান।

চাষি জেলে মুচি ভুনাওয়ালা আর
মুদির দোকান থেকে
আশা করেছিল নতুন ভারত
হাতধরা প্রত্যেকে।

বিবেকবাণীতে ভর করে আছি
বেদান্তজ্ঞানে ঋণী
আমরা এখনও মন প্রাণ দিয়ে
সেই স্বামীজীকে চিনি।