সংগীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মানুষের কাছে পৌঁছানোর জন্য তার রয়েছে সর্বজনীন ভাষা।
সংগীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মানুষের কাছে পৌঁছানোর জন্য তার রয়েছে সর্বজনীন ভাষা। “কথ্য বা লেখ্য ভাষার সীমাবদ্ধতাকে ছাড়িয়ে সাঙ্গীতিক ভাষা অনায়াসে জুড়ে নেয় পৃথিবীর এ-প্রান্ত ও-প্রান্ত।” সেই সংগীতকে বিষয়ে করে প্রকাশিত হয়েছে লন্ডনের আনন্দধারা আর্টস সংস্থার পক্ষ থেকে ‘সঙ্গীত মনন’ পত্রিকা। প্রকাশের উদ্দেশ্যে তাঁদের “মনে হয়েছে সঙ্গীতচর্চার নানা দিগন্ত এবং এ সংক্রান্ত সমসাময়িক ভাবনা ও বিশ্লেষণকে মননধর্মী রচনার মাধ্যমে বৃহত্তর পরিসরে উপস্থাপন করা হলে আমাদের সঙ্গীত-সংস্কৃতি সমৃদ্ধ হবে।” প্রথম সংখ্যায় সংযুক্ত হয়েছে ‘শতবর্ষে স্বরসম্রাট’ শিরোনামে উস্তাদ আলি আকবর খানের ক্রোড়পত্র। রয়েছে সাতটি অন্যান্য বিভাগ; সেখানে আলোচিত হয়েছে অতুলপ্রসাদ সেন, দিলীপকুমার রায়, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, পূর্বা দাম প্রমুখের সংগীত-বিষয়ক চিন্তাভাবনা। এছাড়াও ধ্রুপদ, রবীন্দ্রনাথ ও নজরুলের গান, লোকসংগীতের বাদ্যযন্ত্র, আদিবাসী সংগীতের মতো মূল্যবান নানান বৈচিত্রপূর্ণ বিষয় ও উস্তাদ রশিদ খানের সাক্ষাৎকার। সংগীত-বিষয়ক এই সংখ্যাটি পাঠকদের মনে সংগীতানুরাগ সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in