যেন বা নদী ‘হাটুয়া’ ভাষায় অনর্গল কথা বলতে বলতে বয়ে চলেছে তিরতির করে।মহা প্রাচীন নদী সুবর্ণরেখা।
যেন বা নদী ‘হাটুয়া’ ভাষায় অনর্গল কথা বলতে বলতে বয়ে চলেছে তিরতির করে। মহা প্রাচীন নদী সুবর্ণরেখা। কুঞ্চন, প্রসারণ, আলোড়ন—ভাঙাগড়ার লীলাখেলায় এই ধরিত্রী আজন্ম মত্ত। এহেন ভূ-আন্দোলনের ফলে ছোটনাগপুরের মালভূমির মাটি কখনো ওপরে তো কখনো নিচে—তোল মাটি ঘোল হচ্ছিল কোটি কোটি বছর ধরে। এভাবেই একসময় তৈরি হলো উত্তর কোয়েল, দক্ষিণ কোয়েল, দামোদর, সুবর্ণরেখা ইত্যাদি নদনদী। বিভিন্ন শিলাস্তর গঠন, গাঢ় অরণ্যের কয়লা হওন, টেথিসের শেষ, হিমালয়ের উন্নতি, যুগ যুগ ধরে অঝোরঝর বৃষ্টিপাত, হিমযুগ, কল্প কল্পান্তর তো এসবই হয়ে যাচ্ছিল। বয়সের দিক দিয়ে হিমালয় বড় নয়। বড় ছোটনাগপুরের মালভূমি। এমনকী রাজমহল পাহাড়। আমাদের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরের পশ্চিমাঞ্চলের মাটিও। নীহাররঞ্জন রায়ের মতে—পশ্চিম বাংলার এক সুবৃহৎ অংশের নাম পুরাভূমি। রাজমহলের দক্ষিণ থেকে এই পুরাভূমি প্রায় সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল। পুরাভূমি ঝাড়খণ্ডের রাঁচি জেলার নাগড়া, সোনারডি গ্রামের পার্শ্ববর্তী স্থান থেকে সুবর্ণরেখা নদী উৎপন্ন হয়ে পুরুলিয়ায় পড়েছে গরিয়া গ্রামের কাছে। প্রায় সমগ্র পুরুলিয়ার পশ্চিমাঞ্চলকে কনুইয়ের বাঁক দিয়ে ঘিরে রেখে তুলিন থেকে সুইসা-দেউলি হয়ে পুনরায় ঝাড়খণ্ডে, আতনা রেলস্টেশনের কাছে। তার সঙ্গে মিশছে ছোট নদী সেপাহি, রূপাই আর সালদার জলধারা। সুবর্ণরেখা তো নয়—‘সবন্নখা’। সে-নাম তো অমর হয়ে আছে কুড়মালি ভাষার ঝুমুর গানে— “সবন্নখা নদীসনা পাইঅ যদিবিকি কিনি গো নদী কিনারাঞজিনগানি গো হামে দেবঅ বিতাইচালইনে চালিমুঠা মুঠা বালিসনা গলাঞ গো গহনা গোসনামণি গো তকে দেবঅ গড়হাই।।” মহাভারতের যুগে যুধিষ্ঠিরের অভিষেককালে নানান উপহার এসেছিল বিভিন্ন দেশ থেকে। কুলিন্দের রাজা পাঠিয়েছিলেন ‘পিপীলিকা স্বর্ণ’। কুলিন্দ হিন্দুকুশ পর্বতের ওদিকে কোথায়! পিপীলিকা স্বর্ণের কথা বলেছেন মেগাস্থিনিস আর হেরোডোটাস বলেছেন নদীর বালি চেলে সোনা আবিষ্কারের কথা। হিমালয়ের উঁচু উপত্যকাগুলোয় ‘দর্দ’ নামে এক উপজাতি গর্ত খুঁড়ে পিপীলিকার মতো সোনা সংগ্রহ করত। আর সুবর্ণরেখার তীরে বসবাসকারী সাঁওতাল, হো, মুণ্ডা, শবর উপজাতিরা নদীর বালি চেলে সোনার দানা কুড়োয়। এ যেন প্রাগৈতিহাসিক যুগেরই ধারা এখনো অব্যাহত। এখানেও এক টি ‘মিথ’ আছে। এমনিতেই পুরুলিয়া পাথুরে টাঁড়-টিকর-বাইদ-বহাল-কানালীর দেশ। বৃষ্টিপাতের পরিমাণও...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in