সৃষ্টি যেমন অন্তরের অনুভূতিকে প্রকাশ করে, তেমনই তা সুন্দর হয়ে ওঠে পাঠকের

সৌন্দর্যের অনুধ্যান ও অন্যান্য প্রবন্ধশমিত মণ্ডলপ্রকাশক :মধুসূদন রায়বার্ণিক প্রকাশনচিন্তামণিপুর, কৈয়ড়, পূর্ব বর্ধমান-৭১৩৪২৩১৫০.০০ সৃষ্টি যেমন অন্তরের অনুভূতিকে প্রকাশ করে, তেমনই তা সুন্দর হয়ে ওঠে পাঠকের অনুভূতির স্পর্শে। শমিত মণ্ডল তাঁর সৌন্দর্যের অনুধ্যান ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে সেই আনন্দযজ্ঞে সামিল হওয়ার পথের সন্ধান দিয়েছেন। ষোলোটি প্রবন্ধের মধ্যে সাহিত্য, নন্দনতত্ত্ব বিষয়ে লেখকের নিবিড় অনুরাগ ও গভীর অনুধ্যান প্রকাশিত হয়েছে। আলোক সরকার, মণীন্দ্র গুপ্ত, মল্লিকা সেনগুপ্ত, দেবারতি মিত্র প্রমুখ কবির সৃষ্টিকর্মকে যেভাবে দুই মলাটের মধ্যে প্রাবন্ধিক তুলে ধরেছেন তা মনন করার মতো। কখনো কবির ভাবকে ধরে, কখনো শৈলী বিচারের মধ্য দিয়ে প্রাবন্ধিক ক্ষুদ্র পরিসরে কবির কল্পনা-সৃষ্টির বিষয়গুলো উপস্থাপন করেছেন। গ্রন্থটি পাঠকদের কাব্যভাবের রসাস্বাদনে সাহায্য করবে, প্রত্যাশা করা যায়। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in