যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনী সংসদ ‘পুনশ্চ বাংলা’ থেকে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হলো পুনশ্চ বাংলা পত্রিকার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনী সংসদ ‘পুনশ্চ বাংলা’ থেকে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হলো পুনশ্চ বাংলা পত্রিকার তৃতীয় সাধারণ সংখ্যা (এপ্রিল ২০২২)। এর আগে ২০২০-র জানুয়ারিতে তাঁরা প্রকাশ করেছিলেন ‘শঙ্খ ঘোষ সংখ্যা’—যেটি প্রকাশের পর পাঠক মহলে প্রত্যাশিত সাড়া পড়েছিল। পরবর্তী সময়ে সর্বগ্রাসী অতিমারীর কারণে পত্রিকা প্রকাশ স্বাভাবিকভাবেই ব্যাহত হয়। কিন্তু কালের নিয়মে আজ জনজীবন ও সাংস্কৃতিক ক্ষেত্র স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। পত্রিকা প্রকাশ তারই একটি অঙ্গ। এই পত্রিকাটি পাঠে আমাদের বিশেষ অভিজ্ঞান হলো—‘পুনশ্চ বাংলা’ প্রাক্তনী সংসদ একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতি আর স্মরণ-যাপনের ক্ষেত্র হয়ে আজ আর নেই, বরং প্রকৃতই হয়ে উঠেছে বাংলার শিক্ষাক্ষেত্রের উৎকর্ষের ধারাপাত। কোনো ‘নিছক’ বৌদ্ধিক চর্চার ক্ষেত্র না হয়ে এই পত্রিকা প্রকৃতই হয়েছে সুখপাঠ্য মরমি যাপনের একক পত্রপাঠ। আমরা এরকম অনুভূতিপ্রবণ, স্মরণীয়, সুশীতল গদ্য-পদ্যলিপির দীর্ঘ আয়ু কামনা করি। বাংলা ভাষাচর্চায় এরকম পত্রিকার আজ সত্যি অত্যন্ত প্রয়োজন। পুনশ্চ বাংলা পত্রিকাসম্পা : পিনাকেশ সরকারপ্রাক্তনী সংসদবাংলা বিভাগ,যাদবপুর বিশ্ববিদ্যালয়২৫০.০০

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in