স্বামীজী গভীর মনোযোগের সহিত বই পড়িতেছেন। সন্ধ্যা গত হইয়া রাত্রির আহারের সময়

স্বামীজী গভীর মনোযোগের সহিত বই পড়িতেছেন। সন্ধ্যা গত হইয়া রাত্রির আহারের সময় হইল। সকলে খাবারঘরে স্বামীজীর জন্য অপেক্ষা করিতেছেন, কিন্তু তাঁহার নিকটে যাইবার সাহস কাহারো হইতেছে না। রাজা মহারাজের নির্দেশে খোকা মহারাজ স্বামীজীর ঘরে ঢুকিয়া পিছন দিক হইতে বইয়ের পৃষ্ঠাসংখ্যা দেখিয়া লইয়া বই বন্ধ করিয়া দিলেন। স্বামীজী চমকিয়া বলিলেন : “শালা খোকা, আমার বই বন্ধ করলি কেন? আমি এখন কি করে ঠিক করব কোথায় পড়ছিলাম?” খোকা মহারাজ বই খুলিয়া স্বামীজী যে-পৃষ্ঠাটি পড়িতেছিলেন তাহা দেখাইয়া দিলেন আর বলিলেন : “‘খাওয়ার ঘণ্টা পড়ে গেছে। খাবার ঠাণ্ডা হয়ে যাবে। আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি।” স্বামীজী তৎক্ষণাৎ গিয়া আহারে বসিলেন। ‘খোকা’র কোনো ভয়-সংকোচ নাই। বয়স তঁাহার যাহাই হউক, মনের দিক হইতে তিনি চিরকালই সহজ, সরল এক বালক এবং তাঁহার আচার-আচরণও সেই প্রকার। শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, সরল হইলে সহজে ঈশ্বরলাভ হয়। খোকা মহারাজ ছিলেন সরলতার প্রতিমূর্তি।শ্রীরামকৃষ্ণদেব একদিন তাঁহাকে নিয়মিতভাবে ধ্যান করিতে বলিয়াছিলেন। শুনিয়া বালকস্বভাব সুবোধ কহিলেন : “ধ্যানট্যান করতে পারব না। ওসব যদি করতে হবে তো অপরের কাছে গেলেই তো চলত—আপনার কাছে আসবার কি দরকার ছিল?” তাঁহার সরলতা ও বিশ্বাস দেখিয়া ঠাকুর বলিলেন : “আচ্ছা, যা ওসব তোকে কিছুই করতে হবে না। তুই দুবেলা একটু স্মরণ-মনন করে নিস।” শ্রীরামকৃষ্ণের সহিত তাঁহার ছিল এক সহজ স্বাভাবিক সম্পর্ক। ঠাকুরের কথায়—“একটা ভাব পাকা করে ধরে তাঁকে আপনার করে নিতে হবে, তবে তো তাঁর উপর জোর চলবে।” খোকা মহারাজ ঠাকুরকে বড় আপনার করিয়া এক সহজ স্বাভাবিক সম্পর্ক স্থাপন করিয়াছিলেন। ঠাকুরকে কেন্দ্র করিয়া সেই সম্পর্কের যোগ অন্য গুরুভ্রাতাদের সহিতও ছিল। বালকস্বভাব সুবোধানন্দজী নিজে আনন্দে থাকিতেন, সকলকে আনন্দে মাতাইতেন। শ্রীমা বেলুড় মঠে আসিয়াছেন। তাঁহাকে দর্শন করিয়া প্রাণের ভক্তি নিবেদন করিবার জন্য মঠের সকলেই উৎসুক। মঠের প্রবেশদ্বারে মঙ্গলঘট ও কলাগাছ স্থাপিত হইল এবং পথের দুই পার্শ্বে শতাধিক ভক্ত সুশৃঙ্খলভাবে করজোড়ে দাঁড়াইলেন। মূল ফটক হইতে শ্ৰীমা স্ত্রীভক্তগণ-সহ ধীর পায়ে অগ্রসর হইতে লাগিলেন। স্বামী ব্রহ্মানন্দজী আদেশ করিলেন, ঐ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in