বর্তমান পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত যে-কয়টি মন্দির প্রাচীনকাল থেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত, তাদের অন্যতম

বর্তমান পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত যে-কয়টি মন্দির প্রাচীনকাল থেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত, তাদের অন্যতম হলো পূর্ব মেদিনীপুরের জেলা শহর তমলুকের দেবী বর্গভীমা মায়ের মন্দির। দেবী বর্গভীমা হলেন তমলুক শহর তথা অবিভক্ত তমলুক মহকুমার অধিষ্ঠাত্রী দেবী। এই দেবী বাংলার অন্যত্র কোনো স্থানে পূজিতা হন না।১ দেবী সম্পর্কে শতাব্দীর পর শতাব্দী ধরে নানা কিংবদন্তি জনমানসে গ্রথিত হয়ে রয়েছে—যা বিভিন্ন কাব্যে, সাহিত্যে, লেখক ও গবেষকদের বর্ণনায় বারংবার ফুটে উঠেছে। এক কিংবদন্তি অনুসারে জানা যায়, আনুমানিক ৬০০ খ্রিস্টপূর্বাব্দে তাম্রলিপ্তে ময়ূরবংশীয় তৎকালীন রাজা তাম্রধ্বজ (মতান্তরে ময়ূরধ্বজ) রাজত্ব করতেন। এই রাজ-পরিবারে একটি প্রথা প্রচলিত ছিল। প্রথাটি হলো রাজপরিবারে জ্যান্ত শোলমাছ প্রতিদিন খেতে হবে। সেজন্য এক ধীবর প্রতিিদন তা রাজপরিবারে সরবরাহ করত। ঘন জঙ্গলের মধ্য দিয়ে আসার সময় একদিন ধীবর দেখতে পেল, পথের ধারে একটি ছোট্ট জলভরা গর্ত রয়েছে। ধীবর সেই গর্ত থেকে জল তুলে মরা শোলমাছের ওপর ছড়িয়ে দিতেই এক আশ্চর্য ঘটনা ঘটল। ধীবর দেখল, মরা মাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। ধীবর এবার থেকে প্রতিদিনই জ্যান্ত শোলমাছ রাজবাড়িতে সরবরাহ করতে লাগল। একদিন রাজা ধীবরকে আগ্রহ সহকারে জিজ্ঞেস করলেন, সে প্রতিদিন কী করে এত দূর থেকে জ্যান্ত শোলমাছ নিয়ে আসে। উত্তরে ধীবর সেই অলৌকিক ঘটনার বর্ণনা দিলে কৌতূহলী রাজা স্থানটি প্রত্যক্ষ করার জন্য ধীবরকে সঙ্গে নিয়ে যান। রাজা দেখেন, সেই গর্তভরা জলের ওপর এক উজ্জ্বল রত্নশোভিতা দেবীমূর্তি দাঁড়িয়ে রয়েছেন। দেবীকে দর্শন করার পর রাজা সেখানেই মাকে প্রতিষ্ঠা করে পূজার ব্যবস্থা করেন। সেই দেবীই ‘মা বর্গভীমা’ নামে পূজিতা হয়ে চলেছেন।২ আরেক কিংবদন্তি অনুসারে জানা যায়, দ‌ক্ষযজ্ঞের সময় থেকে দেবী বর্গভীমা মা তমলুকে পূজিতা হয়ে আসছেন। দ‌ক্ষযজ্ঞের সময় দেবাদিদেব মহাদেব তাঁর পত্নী সতীকে স্কন্ধে শায়িত করে যখন প্রলয়নৃত্যে মত্ত হয়ে সমগ্র বিশ্বে পরিভ্রমণ করছেন, তখন উন্মত্ত মহাদেবকে থামানোর জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহকে টুকরো টুকরো করে কাটতে থাকেন। সতীর দেহের খণ্ডিত অংশ যেখানে যেখানে পড়েছে, সেইসব স্থান এক-একটি...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in