মেঘ ও আঁধির মাঝে
আলো হয়ে বসে আছে যে নির্ণয়
তাকে আলোকিত করা তেমন সহজ নয়
তবুও আলো ফেলি হিয়ার আনাচ কানাচে
আঁধারে ঝোপ টিলা বাঁকে, অদূর ভ্রমণে যাই
প্রান্তদেশ নিরালোকে যদি নিভৃত গোপনে
বাঁশি বেজে ওঠে মনোমন্দিরে, ধ্যানসুন্দর গহনে
খুলে যায় গুম্ফার দ্বার অনন্ত আকুল আঁধার
পথরেখা মেলে দেয় আলো তির্যক আখরে
লেখে ভৈঁরোর ধ্বনি সংলাপ পাথরে পাষাণে
জাগে প্রাণ, কান পেতে শুনি গান আকাশের
বাজে হৃদয় সকাশে আলো মোহে
উদ্বাহু নেচে ওঠে আগুনের স্পর্শকামী শিখা
অন্তর পাঁজরে লাগে দহনের আঁচ, ছন্দের
স্ফুলিঙ্গ হয়ে ওড়ে হাজারো আলোর কণিকা