শ্রীরামকৃষ্ণ, শ্রীমা এবং স্বামী বিবেকানন্দের জীবনকথা নিয়ে ইতিপূর্বে একাধিক

শ্রীভূমির শ্রীমানৃপেন্দ্রলাল দাশপ্রকাশক :দীপংকর দাশ সম্পাদক, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, গন্ধর্ব্বপুর২নং ভুনবীরইউ/পি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার,বাংলাদেশ১৫০.০০ শ্রীরামকৃষ্ণ, শ্রীমা এবং স্বামী বিবেকানন্দের জীবনকথা নিয়ে ইতিপূর্বে একাধিক নিবন্ধ লিখেছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। তারই মধ্য থেকে বেশ কিছু নিবন্ধ নির্বাচন করে প্রকাশিত হয়েছে শ্রীভূমির শ্রীমা গ্রন্থটি। বিষয়ভাবনায় ও আঙ্গিকে রচনাগুলি অভিনব। গ্রন্থটি শ্রীমায়ের নামে আধারিত হলেও শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ সমভাবে আছে। ‘শ্রীভূমির শ্রীমা’ নিবন্ধে ধরা আছে শ্রীমায়ের ১৪ জন পূর্ববঙ্গের ত্যাগী শিষ্যের কথা। ‘সারদা কথামৃত’ নিবন্ধে শ্রীমায়ের কাব্যস্বভাব, তাঁর শ্রীমুখ-নিঃসৃত ভাষার মাধুর্য সম্বন্ধে লেখক মনোজ্ঞ আলোচনা করেছেন। গ্রন্থের সংক্ষিপ্ত পরিসরেও রামকৃষ্ণ-ভাবানুরাগীরা শ্রীহট্টে প্রবাহিত রামকৃষ্ণ-ভাবগঙ্গায় অবগাহন করার সুযোগ পাবেন। রবীন্দ্রনাথের পত্রে ও বাণীতে শ্রীরামকৃষ্ণ-প্রসঙ্গ, স্বামী বিবেকানন্দের বিজ্ঞানচেতনা, শিকাগো ধর্মমহাসভায় কবি হ্যারিয়েট মনরোর উপস্থিতি প্রভৃতি আলোচনা প্রসঙ্গে লেখক তাঁর মননশীলতার পরিচয় দিয়েছেন। গ্রন্থের ভাষা সহজ ও গতিময়, বর্ণনা সুন্দর। পরিশিষ্ট অংশে সংযোজিত হয়েছে লেখকের উদ্দেশে স্বামী ভূতেশানন্দজীর লেখা একটি পত্র। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in