বিশেষ সংবাদ : গত ৭ জুন ২০২২ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজী মহারাজ এখানে শুভাগমন করেন এবং ২৫ জুন পর্যন্ত অবস্থান করে ৫২১ জন দীক্ষার্থীকে মন্ত্রদীক্ষা প্রদান করেন।
বিশেষ পূজা : গত ১০ জুন দশহরার দিন বাগবাজারে শ্রীশ্রীমায়ের ঘাটে স্তবপাঠ, ভজন প্রভৃতির মাধ্যমে শ্রীশ্রীগঙ্গাপূজা অনুষ্ঠিত হয়।