গত ৩ জানুয়ারি ২০২৪ বৈদিক স্তোত্রাদি পাঠ, ভজন, জপযজ্ঞ, সানাইবাদন, বিশেষ পূজা,
শ্রীশ্রীমায়ের আবির্ভাবতিথি পালন : গত ৩ জানুয়ারি ২০২৪ বৈদিক স্তোত্রাদি পাঠ, ভজন, জপযজ্ঞ, সানাইবাদন, বিশেষ পূজা, শ্রীশ্রীচণ্ডীপাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রন্থপ্রকাশ প্রভৃতির মাধ্যমে মহাসমারোহে শ্রীমা সারদাদেবীর ১৭১তম আবির্ভাবতিথি উদ্যাপিত হয়। শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী বিশ্বাধিপানন্দ। ধর্মসভায় স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ ও স্বামী পূর্ণানন্দ। মাতৃসংগীত ও ভজন পরিবেশন করেন যথাক্রমে সৌভিক দত্ত ও স্বামী কৃপাকরানন্দ। সরোদবাদন, কালীকীর্তন ও ভক্তিগীতি পরিবেশন করেন যথাক্রমে দীপ্তনীল ভট্টাচার্য, সৃজন চ্যাটার্জি ও ভার্গব লাহিড়ী। ধর্মসভায় উদ্বোধনী ও সমাপ্তি সংগীত পরিবেশন করেন কৌস্তভ পাল। এদিন প্রায় ২১০০০ ভক্ত শ্রীশ্রীমাকে দর্শন, প্রণাম এবং হাতে হাতে খিচুড়ি, মিষ্টি ও ফলপ্রসাদ গ্রহণ করেন। আবির্ভাবতিথি পালন : গত ৭ ও ২৪ জানুয়ারি যথাক্রমে শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজী মহারােজর আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী জয়েশ্বরানন্দ। গত ১৬ জানুয়ারি শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে আয়োজিত সভায় ‘শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গায় সারদানন্দ লীলালহরী’ বিষয়ে ‘স্বামী সারদানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী তত্ত্বসারানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ, সংগীত পরিবেশন করেন অনুপম চক্রবর্তী। সকালে ভজন, বিশেষ পূজা প্রভৃতি অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ১৪ ও ২৮ জানুয়ারি যথাক্রমে শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ ও শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। বিশেষ অনুষ্ঠান : গত ৭ জানুয়ারি ২০২৪ ‘রামকথা’ বিষয়ে ‘স্বামী গীতানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী সুখানন্দ। এই উপলক্ষে আয়োজিত সভায় স্বাগত-ভাষণ প্রদান করেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন চম্পক চট্টোপাধ্যায়। গত ১৩ জানুয়ারি ‘দৃগ্দৃশ্যবিবেক’ বিষয়ে ‘স্বামী নির্বাণানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী সর্বপ্রিয়ানন্দ। স্বাগত-ভাষণ প্রদান করেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন সৌম্যদীপ নন্দী।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in