গত ৫ জানুয়ারি ২০২৫ শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজের আবির্ভাবতিথি

আবির্ভাবতিথি পালন : গত ৫ জানুয়ারি ২০২৫ শ্রীমৎ স্বামী সারদানন্দজী মহারাজের আবির্ভাবতিথি পালিত হয়। এই উপল‌ক্ষে বিশেষ পূজা, হোম, প্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠিত হয়। উদ্বোধন কার্যালয়ের সারদানন্দ সভাগৃহ-এ আয়োজিত সভায় স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। রামকৃষ্ণ সংঘ গঠনে স্বামী সারদানন্দজীর অবদান সম্পর্কে ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। সংগীত পরিবেশন করেন ভার্গব লাহিড়ী। শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ এবং শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের আবির্ভাবতিথি উপল‌ক্ষে যথাক্রমে ১২, ২১ ও ৩১ জানুয়ারি তঁাদের জীবন ও বাণী পাঠ ও আলোচনা করেন যথাক্রমে স্বামী আর্যেশানন্দ, স্বামী ধর্মরূপানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। জাতীয় যুবদিবস পালন : গত ১২ জানুয়ারি সারদানন্দ সভাগৃহ-এ মন্ত্রোচ্চারণ ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে যুবসম্মেলনের সূচনা হয়। স্বাগত-ভাষণ প্রদান করেন স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ প্রদান করেন স্বামী আর্যেশানন্দ, অনুদাত্ত মল্লিক, পীযূষ আশ, অরুণালোক পাইন প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। প্রায় ২০০ ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিশেষ অনুষ্ঠান : গত ১৯ জানুয়ারি ‘স্বামী বীরেশ্বরানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী পূর্ণানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন অনুপম চক্রবর্তী। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ১৯ জানুয়ারি শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। বইমেলায় উদ্বোধন : অন্যান্য বছরের মতো এবারেও কলকাতার বাৎসরিক বইপার্বণ আন্তর্জাতিক কলকাতা বইমেলা ঘিরে বইপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। এবারের বইমেলায় পাঠকদের কাছে উদ্বোধন ধরা দিয়েছিল নবরূপে। স্টলটি (নং ৩৮৮) সেজে উঠেছিল শ্রীশ্রীমায়ের জয়রামবাটীর বাসগৃহের আদলে। এর দৃষ্টিনন্দন অঙ্গসৌষ্ঠব মন কেড়েছে সকলের। প্রতিদিনই দেখা গেছে উৎসাহী পাঠকদের ভিড়। রামকৃষ্ণ-বিবেকানন্দ-বেদান্ত সাহিত্যের সম্ভারে পাঠকমন তৃপ্ত। বই পড়ার অদম্য উৎসাহে ভেসেছে আট থেকে আশি। শুধু বই বা পত্রিকাই নয়, স্টলের প্রবেশপথেই চোখে পড়েছে শ্রীরামকৃষ্ণ-ভাবধারা সম্বলিত নানা ধরনের সুদৃশ্য বুকমার্ক। সেগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে লিনোকাট মাধ্যমে তৈরি ৫টি বুকমার্কের সেট। এছাড়াও উদ্বোধন কার্যালয়ের সৃজনশীল আবহে সৃষ্ট বেশ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in