গত ২২ ডিসেম্বর ২০২৪ বেদপাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা, শ্রীশ্রীচণ্ডীপাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রন্থপ্রকাশ প্রভৃতির

শ্রীশ্রীমায়ের আবির্ভাবতিথি পালন : গত ২২ ডিসেম্বর ২০২৪ বেদপাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা, শ্রীশ্রীচণ্ডীপাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রন্থপ্রকাশ প্রভৃতির মাধ্যমে মহাসমারোহে শ্রীমা সারদাদেবীর ১৭২তম আবির্ভাবতিথি উদ্‌যাপিত হয়। উদ্বোধন কার্যালয়ের ‘সারদানন্দ হল’-এ শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী আর্যেশানন্দ। ধর্মসভায় স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী আত্মপ্রিয়ানন্দ ও স্বামী মহাপ্রজ্ঞানন্দ। মাতৃসংগীত ও ভজন পরিবেশন করেন যথাক্রমে অর্কপ্রভ সরকার ও বিভবেন্দু ভট্টাচার্য। রামায়ণগান, কালীকীর্তন ও ভক্তিগীতি পরিবেশন করেন যথাক্রমে রামেশ্বর গাঙ্গুলি, সৃজন চট্টোপাধ্যায় ও অঙ্কন ভৌমিক। ধর্মসভায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অর্কপ্রভ সরকার। এদিন প্রায় ১৬০০০ ভক্ত খিচুড়ি প্রসাদ এবং সারাদিন ধরে হাজার হাজার ভক্ত মিষ্টি ও ফলপ্রসাদ গ্রহণ করেন। আবির্ভাবতিথি পালন : গত ৯ ও ২৬ ডিসেম্বর যথাক্রমে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী বিশ্বাধিপানন্দ ও স্বামী জয়েশ্বরানন্দ। গত ২৪ ডিসেম্বর যিশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্‌সন্ধ্যায় অঁাটপুরে স্বামীজী ও তাঁর গুরুভাইদের ত্যাগব্রতের সংকল্পগ্রহণ বিষয়ে পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ, বাইবেল থেকে পাঠ করেন স্বামী আর্যেশানন্দ এবং যিশুখ্রিস্টের জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী কৃষ্ণনাথানন্দ। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ১ ও ৮ ডিসেম্বর শ্রীশ্রীমায়ের কথা এবং ২৯ ডিসেম্বর স্বামি-শিষ্য-সংবাদ পাঠ ও আলোচনা করেন যথাক্রমে স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী আর্যেশানন্দ। গত ১৫ ডিসেম্বর শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী ধর্মরূপানন্দ। বিশেষ আলোচনা : গত ২০ ডিসেম্বর আয়োজিত একটি সভায় ‘সম্বন্ধবুদ্ধিরূপেণ সংস্থিতাঃ—কেনোপনিষদের উমা এবং কাশ্মীর শৈব প্রত্যভিজ্ঞাদর্শনে ক্রিয়াসম্বন্ধশক্তিতত্ত্ব’ বিষয়ে ভাষণ দেন নিউ দিল্লির অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক অরিন্দম চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। স্বাগত-ভাষণ ও ধন্যবাদ-জ্ঞাপন করেন যথাক্রমে অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ ও স্বামী আর্যেশানন্দ। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in