শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের

উৎসব-অনুষ্ঠান আবির্ভাবতিথি পালন : গত ২ ও ১৯ অগস্ট ২০২৪ যথাক্রমে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের জন্মতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী জয়েশ্বরানন্দ ও স্বামী ধর্মরূপানন্দ। গত ২৬ অগস্ট শ্রীকৃষ্ণজন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জীবনী ও বাণী পাঠ করেন স্বামী বিশ্বাধিপানন্দ। এদিন শ্রীশ্রীশ্যামনামসংকীর্তন পরিবেশিত হয়। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ১১ ও ২৫ অগস্ট শ্রীশ্রীমায়ের প্রসঙ্গ, ৪ অগস্ট শ্রীশ্রীমায়ের কথা এবং ১৮ অগস্ট স্বামি-শিষ্য-সংবাদ পাঠ ও আলোচনা করেন যথাক্রমে স্বামী ধর্মরূপানন্দ, স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী আর্যেশানন্দ। বিশেষ অনুষ্ঠান : গত ১৬ অগস্ট রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ শ্রীশ্রীমায়ের বাড়ীতে শুভাগমন করেন। ১৭ ও ১৮ অগস্ট মোট ২২৭ জন দী‌ক্ষার্থীকে মন্ত্রদী‌ক্ষা প্রদান করেন এবং ১৮ তারিখ বিকালে বেলুড় মঠে প্রত্যাগমন করেন। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in