গত ১২ ও ২৩ মে ২০২৪ যথাক্রমে শ্রীশঙ্করাচার্য ও শ্রীবুদ্ধদেবের আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও

আবির্ভাবতিথি পালন : গত ১২ ও ২৩ মে ২০২৪ যথাক্রমে শ্রীশঙ্করাচার্য ও শ্রীবুদ্ধদেবের আবির্ভাবতিথিতে তাঁদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ। বিশেষ সংবাদ : গত ২৮ মে ২০২৪ ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি শ্রীশ্রীমায়ের বাড়ী পরিদর্শন এবং শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদাদেবী, স্বামী বিবেকানন্দ এবং সারদানন্দজী মহারাজকে শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম নিবেদন করেন। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৫ ও ২৬ মে ২০২৪ যথাক্রমে স্বামীজীর পদপ্রান্তে ও স্বািম-শিষ্য-সংবাদ পাঠ ও আলোচনা করেন স্বামী কৃষ্ণনাথানন্দ ও স্বামী আর্যেশানন্দ।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in