গত ১২ মার্চ ২০২৪ বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের
শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি পালন : গত ১২ মার্চ ২০২৪ বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি পালিত হয়। শ্রীরামকৃষ্ণদেবের জীবনী ও বাণী বিষয়ে পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। প্রায় ২,৩০০ ভক্ত প্রসাদ পান। আবির্ভাবতিথি পালন : গত ২৫ ও ২৯ মার্চ ২০২৪ যথাক্রমে শ্রীচৈতন্যদেব ও শ্রীমৎ স্বামী যোগানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তঁাদের জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী বিশ্বাধিপানন্দ ও স্বামী জয়েশ্বরানন্দ। বিশেষ অনুষ্ঠান : গত ৮ মার্চ ২০২৪ শিবরাত্রির দিন রাতে চার প্রহরে শিবের পূজা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ১০, ২৪ ও ৩১ মার্চ ২০২৪ যথাক্রমে শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ, শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ এবং স্বামী বীরানন্দ।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in