আবির্ভাবতিথি পালন : গত ৫ মে ২০২৩ বুদ্ধদেবের আবির্ভাবতিথিতে তাঁর জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ।

শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ উৎসব : গত ২৩ মে ২০২৩ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা, সংগীত প্রভৃতির মাধ্যমে

আবির্ভাবতিথি পালন : গত ৫ মে ২০২৩ বুদ্ধদেবের আবির্ভাবতিথিতে তাঁর জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ। শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ উৎসব : গত ২৩ মে ২০২৩ বেদ ও শ্রীশ্রীচণ্ডী পাঠ, ভজন, সানাইবাদন, বিশেষ পূজা, সংগীত প্রভৃতির মাধ্যমে শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ উৎসব উদ্‌যাপিত হয়। মাতৃসংগীত পরিবেশন করেন কল্যাণ চট্টোপাধ্যায়। শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ। ধর্মসভায় সভাপতিত্ব ও গ্রন্থপ্রকাশ করেন স্বামী শিবপ্রদানন্দ। স্বাগত-ভাষণ দেন অধ্য‌‌ক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। ভাষণ দেন স্বামী কৃষ্ণনাথানন্দ। রামায়ণ গান, কালীকীর্তন, বাউল গান ও ভক্তিগীতি পরিবেশন করেন যথাক্রমে স্বামী কল্যাণেশানন্দ, কাঁকুড়গাছির শ্রীশ্রীসারদা কালীকীর্তন, অভিজিৎ আচার্য ও শান্তনু রায়চৌধুরী। সংগীত পরিবেশন করেন শ্রীকান্ত আচার্য। সারাদিন প্রায় ২০০০০ ভক্ত শ্রীশ্রীমাকে দর্শন ও প্রণাম করেন এবং হাতে হাতে প্রসাদ পান। প্রায় ৩২৩ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী উৎসবে উপস্থিত থেকে প্রসাদগ্রহণ করেন। বিশেষ অনুষ্ঠান : গত ২৮ মে ২০২৩ ‘স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী মহাপ্রজ্ঞানন্দ। স্বাগত-ভাষণ প্রদান করেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন শান্তনু রায়চৌধুরী। সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৭, ১৪, ২১ ও ২৮ মে ২০২৩ যথাক্রমে স্বামীজীর পদপ্রান্তে, শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীশ্রীমায়ের জীবনী ও শ্রীশ্রীমায়ের কথা পাঠ ও আলোচনা করেন স্বামী কৃষ্ণনাথানন্দ, স্বামী বীরানন্দ, স্বামী ধর্মরূপানন্দ ও স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in