আবির্ভাবতিথি পালন : গত ৭ ও ১১ মার্চ ২০২৩ যথাক্রমে শ্রীচৈতন্যদেব ও শ্রীমৎ স্বামী যোগানন্দজী মহারাজের আবির্ভাবতিথি উপল‌ক্ষে তাঁদের জীবন ও বাণী বিষয়ে পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ ও স্বামী কৃষ্ণনাথানন্দ।

৩০ মার্চ রামনবমী উপল‌ক্ষে পূজা, শ্রীশ্রীরামনাম-সংকীর্তন প্রভৃতি অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ৫, ১২, ১৯ ও ২৬ মার্চ যথাক্রমে শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ, শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত ও স্বামীজীর পদপ্রান্তে পাঠ ও আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ, স্বামী বীরানন্দ, স্বামী বিশ্বাধিপানন্দ ও স্বামী ধ্যানপ্রিয়ানন্দ।

বিশেষ অনুষ্ঠান : গত ১২ মার্চ ‘স্বামী বিরজানন্দ এবং স্বামী গীতানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী সর্বলোকানন্দ। স্বাগত-ভাষণ প্রদান করেন স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন সৌভিক দত্ত।

১৯ মার্চ ‘বি. কে. রায়, পুষ্পলতা রায় এবং রাধাশ্যাম রায় স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী বিশ্বনাথানন্দ। স্বাগত-ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। বি. কে. রায়, পুষ্পলতা রায় এবং রাধাশ্যাম রায়ের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন অর্চন
চক্রবর্তী।

২৬ মার্চ ‘স্বামী অভয়ানন্দ এবং স্বামী গহনানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী তত্ত্বসারানন্দ। স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। শ্রীমৎ স্বামী অভয়ানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন ভার্গব লাহিড়ী।