শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি পালন : গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ বৈদিক মন্ত্রপাঠ, বিশেষ পূজা, ভজন প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি পালিত হয়। শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত পাঠ ও ব্যাখ্যা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ এবং শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণী বিষয়ে আলোচনা করেন স্বামী ত্র্যম্বকেশানন্দ। সংগীত পরিবেশন করেন সমরকুমার মণ্ডল ও তপন বণিক। প্রায় ২,৫০০ ভক্ত প্রসাদ পান।

আবির্ভাবতিথি পালন : গত ৫ ফেব্রুয়ারি শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজী মহারাজের আবির্ভাবতিথিতে তাঁর জীবনী ও বাণী পাঠ ও আলোচনা করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ।

সাপ্তাহিক পাঠ ও আলোচনা : গত ১২ ও ১৯ ফেব্রুয়ারি যথাক্রমে শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা করেন স্বামী বীরানন্দ ও স্বামী বিশ্বাধিপানন্দ।

বিশেষ অনুষ্ঠান : গত ৫ ফেব্রুয়ারি ‘স্বামী বীরেশ্বরানন্দ এবং স্বামী প্রমেয়ানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী ঈশাত্মানন্দ। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ ও স্বামী প্রমেয়ানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন স্বামী দিব্যব্রতানন্দ।

গত ১৯ ফেব্রুয়ারি ‘স্বামী অখণ্ডানন্দ এবং স্বামী ওঁকারানন্দ স্মারক বক্তৃতা’ প্রদান করেন স্বামী চেতনানন্দ। শ্রীমৎ স্বামী ওঁকারানন্দজী মহারাজের সং‌ক্ষিপ্ত জীবনী পাঠ করেন স্বামী ধ্যানপ্রিয়ানন্দ। সংগীত পরিবেশন করেন ভার্গব লাহিড়ী। উভয় দিনে স্বাগত-ভাষণ প্রদান করেন অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ।