গত ৩ অক্টোবর ২০২২ মহাষ্টমী উপল‌ক্ষে স্তবপাঠ, পূজা, হোম প্রভৃতি অনুষ্ঠিত হয়। প্রায় ১০০০ ভক্ত প্রসাদ পান। গত ২৪ অক্টোবর স্তবপাঠ, সংগীত প্রভৃতির মাধ্যমে সারারাত্রিব্যাপী প্রতিমায় শ্রীশ্রীকালীপূজা অনুষ্ঠিত হয়। প্রায় ৩৫০ জন ভক্ত প্রসাদ পান।