আমি দুবার গিয়ে যা দেখে এসেছি তারই কথা এখানে প্রকাশ করলাম।
উদ্বোধন-এর গত কার্তিক ১৪৩০ সংখ্যায় ‘রামকৃষ্ণ মঠ ও মিশন সংবাদ’-এ রামকৃষ্ণ মঠ, বস্তির সংবাদ প্রকাশিত হয়েছে। আমি দুবার গিয়ে যা দেখে এসেছি তারই কথা এখানে প্রকাশ করলাম। রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষ উদ্যাপনের শুভ লগ্নে অযোধ্যার বস্তিতে রামকৃষ্ণ সংঘের শাখাকেন্দ্র স্থাপন এক গুরুত্বপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবানুরাগী এক ব্যক্তি রামকৃষ্ণ মিশনকে মঠ তৈরির জন্য উত্তরপ্রদেশের বস্তি জেলার ভুবনপুর গ্রামে ২.৩৩ একর জমি দিয়েছিলেন। এখানে ভগবান শ্রীরামচন্দ্রের কুলগুরু মহর্ষি বশিষ্ঠের একটি আশ্রম ছিল, সে-কারণে এখানকার নাম ছিল ‘বশিষ্ঠী’—লোকমুখে নানাভাবে উচ্চারিত হতে হতে ‘বস্তি’ (Basti) হয়েছে। অযোধ্যা থেকে দূরত্ব ৬৮.৫ কিমি, সময় লাগে দেড় ঘণ্টা। বস্তি হচ্ছে গোরখপুর ও অযোধ্যার মাঝের স্টেশন। আমি প্রথমবার ট্রেনে বস্তি স্টেশনে যখন পৌঁছাই তখন রাত্রি হয়ে গিয়েছিল; তাই সেই রাত্রি হোটেলে ছিলাম। ভোরে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই অস্থায়ী আশ্রমে—এক ভক্তের বাড়িতে। সেখান থেকে কিছু দূরে আশ্রমের নিজস্ব জমিতে ১২ অগস্ট ২০২২ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। দিনটি ছিল পূজনীয় শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের জন্মতিথি, যাঁর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন রামচন্দ্রের অংশে জাত, ‘ঈশ্বরকোটি’। জমি পাওয়ার পর বেলুড় মঠের পরামর্শক্রমে মন্দিরনির্মাণের কাজ আরম্ভ হয় এবং মাত্র আট-নয় মাসের মধ্যেই তৈরি হয়ে যায় প্রার্থনাকক্ষ, সাধুনিবাস ও কার্যালয়। অবশেষে ৩১ অগস্ট ২০২৩ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজীর জন্মতিথিতে নবনির্মিত আশ্রম-ভবনের দ্বারোদ্ঘাটন করেন তৎকালীন সহ-সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। এই অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্র থেকে (বেলুড় মঠ, কানপুর, প্রয়াগ, লখনৌ প্রভৃতি) ৩২ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী ছাড়াও প্রায় ৫০০ ভক্ত উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে প্রথম দীক্ষাদান হয় ১০ অক্টোবর ২০২৩, দীক্ষাদান করেন শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। ২৬ অক্টোবর ২০২৩ দ্বিতীয়বারের জন্য এখানে আসি। গতবার প্রাথমিক অবস্থায় যা দেখে এসেছিলাম, ভাবতে বিস্ময় লাগছে—অল্প সময়ের মধ্যেই এত বড় কাজ সম্পন্ন হলো! খুব সুন্দর সাধুনিবাস, প্রার্থনাকক্ষ ও কার্যালয়। দেখলাম বাগান তৈরি হচ্ছে, ফুল-ফল ও সবজির গাছ লাগানো হচ্ছে।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
