নদিয়া জেলায় এসেছেন স্বামী সারদানন্দজীও। ১৮৮৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে একদিন নরেন্দ্রনাথ

[পূর্বানুবৃত্তি : ফাল্গুন সংখ্যার পর]।।৮।। নদিয়া জেলায় এসেছেন স্বামী সারদানন্দজীও। ১৮৮৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে একদিন নরেন্দ্রনাথ তাঁকে বলেন : “পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বেরিয়ে এস না শরৎ।” শরৎ মহারাজ বেরিয়ে পড়েছেন, এমন সময় স্বামী শিবানন্দজী ও স্বামী ত্রিগুণাতীতানন্দজী তাঁর সঙ্গে যেতে ইচ্ছা প্রকাশ করলেন। মহাপুরুষ মহারাজ তাঁর গামছাখানি আনতে গেছেন, অপেক্ষা করছেন স্বামী সারদানন্দজী, কিন্তু স্বামী ত্রিগুণাতীতানন্দজী বেরিয়ে পড়লেন। রাস্তায় তাঁর সঙ্গে আর দেখা নেই! দুপুরে একজায়গায় দুজনে বিশ্রাম করছেন, এমন সময় দেখেন পাশের বাগান থেকে ত্রিগুণাতীতানন্দজী বেরিয়ে আসছেন—বাগানে ঘাস খেয়ে ‘পিত্তরক্ষা’ করেছেন! কয়েক দিন নবদ্বীপে কাটিয়ে তাঁরা ঠাকুরের তিথিপূজার আগে বরানগর মঠে ফিরে এসেছিলেন।২৩৪ নবদ্বীপে শরৎ মহারাজ শোনেন যে, একজন ন্যায়বাগীশ বা ন্যায়রত্ন খ্রিস্টান হয়ে গেছেন। কৌতূহলী হয়ে তাঁর কাছে যান। তাঁকে দেখে অন্যান্য ভট্টাচার্য পণ্ডিতের মতোই মনে হলো। জানা গেল, যৌবনে নানা শাস্ত্র অধ্যয়ন করে শান্তি না পেয়ে তিনি যিশুর ধর্মানুগত হয়েছেন। তিনি উদার ও সাধক প্রকৃতির মানুষ। বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থ শ্রদ্ধার সঙ্গে অধ্যয়ন করেছেন। শরৎ মহারাজের সঙ্গে তিনি ধর্ম বিষয়ে উচ্চ তত্ত্ব আলোচনা করছেন, এমন সময় কোথা থেকে একটি মুরগি এসে পালক, বিষ্ঠা ছড়াতে লাগল এবং এক মহিলা ভিতর থেকে এসে ছোটাছুটি করে তাকে ধরে নিয়ে চলে গেল। এই কাণ্ড দেখে সেই খ্রিস্টান ভদ্রলোক রাগে, ক্ষোভে শরৎ মহারাজকে তাঁর জীবনযন্ত্রণার কথা প্রকাশ করেন। তাঁর যন্ত্রণা দেখে শরৎ মহারাজ দুঃখিত হন।২৩৫ এর পরে শরৎ মহারাজ আরেকবার যোগীন মহারাজ ও শ্রীশ্রীমায়ের সঙ্গে নবদ্বীপে এসেছিলেন। খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দজীর পদার্পণ ঘটেছে নদিয়া জেলার কয়েকটি স্থানে। ১৯০০ সালের অক্টোবর মাসে স্বামী অদ্বৈতানন্দজীর সঙ্গে তিনি নবদ্বীপে আসেন।২৩৬ সেখান থেকে তিনি ভাবতায় স্বামী অখণ্ডানন্দজীর কাছে চলে যান এবং স্বামী অদ্বৈতানন্দজী নবদ্বীপ থেকে কয়েকদিন পরে মঠে ফিরে আসেন। স্বামী সুবোধানন্দজী এর আগেও একবার নবদ্বীপে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের মহাসমাধির কিছুকাল পর—১৮৮৯ সালের আগে। একদিন তিনি বরানগর মঠে গিয়ে কাউকে কিছু না বলে পায়ে হেঁটে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in