নদিয়া জেলার দ্বিতীয় যে-স্থানটিতে শ্রীরামকৃষ্ণের পদার্পণ ঘটেছিল সেটি হলো কলাইঘাটা। ঠিক কবে তিনি এখানে

[পূর্বানুবৃত্তি : মাঘ সংখ্যার পর]।।৭।।এগারোকলাইঘাটায় শ্রীরামকৃষ্ণ নদিয়া জেলার দ্বিতীয় যে-স্থানটিতে শ্রীরামকৃষ্ণের পদার্পণ ঘটেছিল সেটি হলো কলাইঘাটা। ঠিক কবে তিনি এখানে গিয়েছিলেন, সেই নিয়ে মতভেদ আছে। লীলাপ্রসঙ্গ ও কয়েকটি জীবনীগ্রন্থে এই যাত্রা ১৮৭০ সালে পূর্ববঙ্গ ভ্রমণের সঙ্গে উল্লিখিত হয়েছে। তবে পরবর্তী গবেষণায় জানা গিয়েছে, কলাইঘাটায় যাত্রা পূর্ববঙ্গের সঙ্গে হয়নি।২০৫ কেউ কেউ যাত্রার সময়কাল ১৮৬৭ ধরেছেন।২০৬ অবশ্য অধিকাংশ জীবনীকার একমত যে, অক্ষয়ের মৃত্যুর পর শ্রীরামকৃষ্ণের মন ভাল করতে তাঁকে নিয়ে নৌকাভ্রমণে মথুরবাবু তাঁর নব-অধিকৃত কলাইঘাটার জমিদারিতে যান। একথা মেনে নিলে তাঁদের কলাইঘাটা যাত্রার সময়কাল ১৮৭০ হয়, তবে কোন মাসে তা সিদ্ধান্ত করা যায় না। নবদ্বীপ থেকে ফেরার পথে সেখানে যাওয়া সম্ভব ছিল, তবে কোনো জীবনীগ্রন্থেই নবদ্বীপ থেকে কলাইঘাটা যাওয়ার উল্লেখ নেই। গুরুদাস বর্মণ জানিয়েছেন : “গ্রীষ্মকাল, মথুরানাথের ইচ্ছা ভাগীরথীবক্ষে নৌকাযোগে বিচরণ করেন। কিন্তু তাঁহার ইষ্টদেবতা রামকৃষ্ণদেবের নিকট হইতে দূরে থাকা তাঁহার পক্ষে অসম্ভব। ইচ্ছা, তাঁহাকে সঙ্গে লইয়া যান, কিন্তু তিনি পুনরায় পেটের পীড়াগ্রস্ত, মথুর ভাবিলেন, ‘বাবাকে সঙ্গে নিয়ে যাই, গঙ্গার হাওয়া খেলে পেটের অসুখ ভাল হতে পারে।’”২০৭ এই মত দুর্গাপদ মিত্রও অনুসরণ করেছেন।২০৮ মহাপুরুষ মহারাজের দেওয়া তথ্য অনুসারে রোমাঁ রোলাঁও তাই বলেছেন। মহাপুরুষ মহারাজের মতে, মথুরবাবু সেবার খাজনা আদায় করবেন—এই উদ্দেশ্যও ছিল। এক্ষেত্রে ১৮৭০ সালের ফাল্গুন মাসে কালনা-নবদ্বীপধাম দর্শন করার পর গ্রীষ্মকালে কলাইঘাটা যাওয়ার সম্ভাবনা মেনে নেওয়া যেতে পারে। বিশেষ করে কথামৃত-এ শ্রীরামকৃষ্ণের বক্তব্যে মথুরবাবু নৌকায় একাধিক স্থানে তাঁকে নিয়ে বেরিয়েছেন—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চূর্ণী নদীর তীরে কলাইঘাটা রানাঘাট শহর থেকে ৪ কিলোমিটার দূরে। এটি রাসমণির বা মথুরবাবুর জমিদারিভুক্ত ছিল বলে শোনা যায়। রানির সম্পত্তি-খতিয়ানে এই জমিদারির উল্লেখ নেই এবং ১৯২১ সালের সেটেলমেন্ট রেকর্ডেও তাঁদের নামের উল্লেখ নেই।২০৯ তবে শশীভূষণ ঘোষ জানাচ্ছেন, এটি ছিল মথুরবাবুর ‘নূতন জমিদারি’।২১০ হয়তো সদ্য অধিকৃত এবং পরে তা কোনো কারণে বিক্রিও করে দেন, যা হস্তান্তর হতে থাকে। তবে একটি অন্য সূত্রে তড়িৎকুমার বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে, কলাইঘাটায় রাসমণির বা মথুরবাবুর...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in