বাংলার ইতিহাসে যে-কয়টি অঞ্চল সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, নদিয়া

বাংলার ইতিহাসে যে-কয়টি অঞ্চল সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে, নদিয়া তাদের অন্যতম। মধ্যযুগে বাঙালির যে রেনেসাঁ—অনেকে যাকে ‘চৈতন্য রেনেসাঁ’ নামে অভিহিত করেছেন—তার প্রাণকেন্দ্র এই নদিয়া অঞ্চল। বর্তমানে নদিয়া একটি জেলা হলেও সেকালে নদিয়া বলতে বোঝাত নবদ্বীপ ও তার সন্নিকটবর্তী এলাকা। শ্রীচৈতন্যের চারশো বছর পর পর্যন্ত নদিয়ার বিদ্যাচর্চা, অধ্যাত্মচর্চা আর সাংস্কৃতিক অবদান বাঙালির জনজীবনকে পুষ্ট করে গেছে। শ্রীরামকৃষ্ণের সমকালীন বাংলাতেও নদিয়ার প্রভাবই অনুভূত হতো—বিশেষ করে গ্রামাঞ্চলে। নদিয়ার সীমানা নির্দিষ্ট করা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়; কারণ নদিয়ার প্রশাসনিক সীমারেখা, ভৌগোলিক সীমানা আর সাংস্কৃতিক বিস্তৃতির মধ্যে বিরোধ দেখা দেয়। নদিয়ার সংস্কৃতি যেহেতু পশ্চিমবাংলার সংস্কৃতির সঙ্গে প্রায় অভিন্ন, তাই এর সাংস্কৃতিক সীমারেখা সঠিকভাবে নির্দেশ করা কঠিন।১ আবার সময়ের সঙ্গে সঙ্গে নদিয়ার আয়তন বেড়েছে বা কমেছে, নদিয়া জেলার সীমানা বারবার বদলেছে। ১৯৪৭ সালে ভারতভাগের সময় নদিয়া জেলার প্রায় অর্ধেক চলে যায় পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশে), শুধু ‘নদিয়া জেলা’ নাম নিয়ে পশ্চিমবঙ্গে খণ্ডিত অংশ রয়ে যায়। এককালে নদিয়া বলতে মূলত নবদ্বীপ-সংলগ্ন এলাকা বোঝালেও আজ নদিয়া বলতে আরো ব্যাপক ভৌগোলিক এলাকা বুঝি। মিন্‌হাজ-বর্ণিত ‘নূদীয়া’ বা ‘নোদীয়াহ্‌’ আজকের সম্পূর্ণ নদিয়া নয়। মুসলমান আমলের আগে পর্যন্ত গৌড় বা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল বর্তমান নদিয়া অঞ্চল। মোগল আমলে নদিয়ার অধিকাংশ এলাকা ‘সরকার সাতগাঁও’র (বা সপ্তগ্রাম পরগনা) অঙ্গ ছিল। অঞ্চল হিসাবে নদিয়ার উত্থান আরম্ভ হয় ১৬০৬ সালে ভবানন্দ মজুমদার (বা দুর্গাদাস সমাদ্দার) দ্বারা নদিয়া রাজবংশ স্থাপনের পর। ১৭২৮ থেকে ১৭৮২ পর্যন্ত ভবানন্দের অধস্তন ষষ্ঠ পুরুষ মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকাল নদিয়ার স্বর্ণযুগ। এই সময়েই ভৌগোলিকভাবে নদিয়ার অধিকতম বিস্তৃতি, সাংস্কৃতিক দৃষ্টিতেও গগনচুম্বী প্রতাপ। নদিয়াধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্রকে কেউ কেউ ‘বাংলার বিক্রমাদিত্য’ বলে অভিহিত করেছেন। তাঁর বিখ্যাত সভাসদ রামপ্রসাদ, ভারতচন্দ্র, গোপাল ভাঁড় প্রমুখ আজও কালজয়ী চরিত্র। কৃষ্ণচন্দ্রের দেহান্তের পর ১৭৮৭ সালে ইংরেজদের সৃষ্ট জেলা নদিয়া আধুনিক নদিয়ার প্রাথমিক রূপ। সাধারণভাবে বলা যায়—নদিয়া অর্থে বর্তমান পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, রানাঘাট, তেহট্ট ও কল্যাণী; বাংলাদেশের মেহেরপুর, কুষ্টিয়া...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in