আমার বাবা ইন্দুভূষণ সেনগুপ্ত রাঁচি এ. জি. অফিসে কর্মরত ছিলেন। সেই সুবাদে আমরা ডোরেন্ডায় সরকারি আবাসনে থাকতাম।
আমার বাবা ইন্দুভূষণ সেনগুপ্ত রাঁচি এ. জি. অফিসে কর্মরত ছিলেন। সেই সুবাদে আমরা ডোরেন্ডায় সরকারি আবাসনে থাকতাম। উল্লেখ্য, বাবা এবং মা সুহাসিনী দেবী—দুজনেই শ্রীমা সারদাদেবীর মন্ত্রশিষ্য ছিলেন। শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসার গুণে অল্প কিছুদিনের মধ্যে তাঁরা শ্রীমায়ের প্রিয়পাত্র হয়ে ওঠেন। শ্রীমায়ের কৃপায় আমার মায়ের আধ্যাত্মিক জীবনে প্রভূত উন্নতি হয়। এতকাল সেসব কথা অপ্রকািশতই রেখেছিলাম, কিন্তু আজ জীবনের শেষপ্রান্তে (বর্তমান বয়স নিরানব্বই বছর) এসে মনে হচ্ছে, আমার দেহত্যাগ হলে একথাগুলো হারিয়ে যাবে। কালের প্রভাবে এমনিতেই অনেক স্মৃতি থেকে হারিয়ে গেছে, তবু কিছু স্মৃতি আজও অম্লান। সেটুকু সম্বল করে নিবেদন করলাম ভক্তদের অবগতির জন্য। একবার স্মৃতিচারণ করে মা আমাকে বলেন : “একদিন শ্রীমাকে দর্শন করতে তোর বাবার সঙ্গে বাগবাজারে মায়ের বাড়ীতে যাই। ঘরে তিনি একাই বসেছিলেন। প্রণাম করে কিছুক্ষণ কথাবার্তার পর শ্রীমা আমাকে বললেন, ‘বৌমা, তুমি গৃহে আগত ভক্ত, সাধুদের সেবা করবে।’ শ্রীমায়ের আশিসবাণী শুনে আমার শরীরে একটা আনন্দের হিল্লোল খেলে গেল। মনে মনে প্রার্থনা জানালাম—দায়িত্বভার আমায় দিলে, তাই সুষ্ঠুভাবে সম্পন্ন করার মনোবল আমাকে তুমি জুগিও।” মহামায়ার বাণী ব্যর্থ হতে পারে না। শ্রীমায়ের কৃপায় ১৯১৪ থেকে ১৯৩৬ সালে—এই ২২ বছর আমাদের বাড়িতে মিশনের বহু সাধু-সন্ন্যাসী অতিথি হয়ে এসে অবস্থান করেন। আমার মা মনপ্রাণ ঢেলে তাঁদের সেবাযত্ন করেছেন। আগত সাধুদের মধ্যে একমাত্র শ্রীরামকৃষ্ণ-পার্ষদ স্বামী সুবোধানন্দজী (খোকা মহারাজ) বহুবার আমাদের বাড়িতে আতিথ্যস্বীকার করেছেন। আমার মায়ের প্রদত্ত তথ্য অনুযায়ী, মহারাজ নয়বার আমাদের বাড়িতে এসেছেন এবং প্রতিবার মাসাধিক কাল অবস্থান করেছেন। মহারাজ ছিলেন বালকস্বভাবের —একথা রামকৃষ্ণ-ভক্তমণ্ডলীর সকলেই জানেন। প্রথম দিন অতিথি হিসাবে গৃহে প্রবেশ করেই আমার মাকে তিনি বলেন : “মা, আমি তোমার বড় ছেলে, আমার জন্য পৃথক কিছু ব্যবস্থা করতে হবে না।” তিনি তখন থেকেই আমার মাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন। বহুবার যাতায়াতের ফলে ওনার সঙ্গে আমাদের পরিবারের এক মধুর সম্পর্ক গড়ে ওঠে। মায়ের আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য তিনি সর্বদা নজর রাখতেন এবং নানান সৎ উপদেশ দিতেন। এই...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in