মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত শ্রীমদ্ভাগবত গ্রন্থটি দ্বাদশ স্কন্ধে এবং তিনশো পঁয়ত্রিশ অধ্যায়ে দেবনাগরী ভাষায় প্রায় আঠারো হাজার শ্লোকের সমন্বয়ে লিখিত। মনে শান্তি পেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে শ্রীমদ্ভাগবত গ্রন্থটি পরম আশ্রয়স্বরূপ।
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত শ্রীমদ্ভাগবত গ্রন্থটি দ্বাদশ স্কন্ধে এবং তিনশো পঁয়ত্রিশ অধ্যায়ে দেবনাগরী ভাষায় প্রায় আঠারো হাজার শ্লোকের সমন্বয়ে লিখিত। মনে শান্তি পেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে শ্রীমদ্ভাগবত গ্রন্থটি পরম আশ্রয়স্বরূপ। বইটির প্রথম খণ্ডে প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ পর্যন্ত মোট ১৭৭টি অধ্যায় সরল গদ্যভাষায় অনূদিত হয়েছে। প্রতিটি অধ্যায়ে আগত চরিত্রগুলি অধ্যায়ের শুরুতে এবং গুরুত্বপূর্ণ শ্লোকগুলি অধ্যায়ের পাদটীকায় সন্নিবিষ্ট হয়েছে। মূল বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপের জন্য এমন আয়োজন। সরল গদ্যানুবাদে ভাগবত কাহিনি উপস্থিত করার জন্য বিভাসবাবু বিশেষ ধন্যবাদার্হ। পাঠক হিসাবে পরবর্তী খণ্ডগুলির প্রত্যাশী হয়ে থাকা গেল। শ্রীমদ্ভাগবত রসামৃত (১ম খণ্ড)ড. বিভাস মণ্ডল কবিতিকাকমলেশ নন্দখড়্গপুর, মেদিনীপুর৫০০.০০
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in