সত্তর দশকের কথা। ইতালি হইতে একদল ভদ্রলোক জাম্বিয়াতে গিয়াছেন কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিবার জন্য।
সত্তর দশকের কথা। ইতালি হইতে একদল ভদ্রলোক জাম্বিয়াতে গিয়াছেন কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিবার জন্য। তাঁহারা লক্ষ্য করিলেন, স্থানীয় মানুষজনের এই বিষয়ে কোনো উৎসাহ নাই। এত উর্বর জমিতে চাষ করিবার জন্য কেহ আগ্রহ দেখাইল না। এমনকী, জানা গেল, কখনো কখনো অর্থ দিয়া তাহাদের চাষ করাইবার জন্য আনাইতে হয়। অবাক হইলেও কেহই তাহাদের জিজ্ঞাসা করিল না এই উৎসাহহীনতার কারণ কী! ভাবখানি এই—আমরা আমাদের জানা উন্নত পদ্ধতিতে চাষবাস শিখাইয়া জাম্বিয়ার মানুষদিগকে দুর্ভিক্ষ হইতে বাঁচাইব। পরিকল্পনামতো নদীর ধারে অনেকখানি জায়গা জুড়িয়া টমাটোর চাষ হইল। সেগুলি যখন পুষ্ট হইল তখন একরাতে শ-দুয়েক জলহস্তী আসিয়া সব খাইয়া ফেলিল। ভদ্রলোকগণকে হতবাক দেখিয়া স্থানীয় মানুষজন বলিল : “এইজন্যই তো এখানে কোনো চাষবাস নাই।” “তোমরা আমাদের আগে একথা বল নাই কেন?”—এই জিজ্ঞাসার উত্তরে তাহারা বলিল : “আপনারা তো কখনো জিজ্ঞাসা করেন নাই।” এই অভিজ্ঞতা আমাদের শুনাইয়াছেন আর্নেস্টো সিরোলি তাঁহার জনপ্রিয় গ্রন্থ Ripples from the Zambezi-তে। বস্তুত, আমরা শুনিতে চাহি না, শুধু বলিতে চাহি, শুনাইতে চাহি! ধৈর্য সহকারে অন্যের কথা শোনা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পরিসরে সুসম্পর্ক তৈরি করিতে আমরা সদাই আগ্রহী। কিন্তু তাহার জন্য মূল্য দিতে কি সত্যিই প্রস্তুত? আমরা যখন কোনো মানুষের সংস্পর্শে আসি তখন তাহার সম্পর্কে কতটা জানি—তাহা হইতেও গুরুত্বপূর্ণ আমরা তাহার বিষয়ে কতটা আগ্রহী, কতখানি সংবেদনশীল, কতখানি যত্নবান। এমন ব্যক্তির কাছেই মানুষ ভরসা করিয়া মনের কথা বলিতে পারে। যদি এমন কেহ আসে যে আমাদের প্রতি আন্তরিক আগ্রহী নহে, তাহার নিকট কি আমরা নিজেদের উন্মুক্ত করিব? আমাদের প্রবণতা হইল পথপ্রদর্শক বা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং অন্যের সমস্যা বুঝিবার আগেই তাহা সমাধানের চেষ্টা করা। ইহার ফলে অনেক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়। মানুষের সাথে সুস্থ স্বাভাবিক সম্পর্ক গঠনের চাবিকাঠি হইতেছে তাহাকে প্রথমে বুঝিবার চেষ্টা করা। এটি একটি সহজ অভ্যাস—নিজের মতামত দিবার আগে অন্যের দৃষ্টিকোণ হইতে বিষয়টিকে বুঝিতে হইবে। ইহাতে অন্যের পক্ষে সুবিধা এবং আমাদের নিজেদের জন্যও। মানুষের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in