Phone PBX:
(+91) 33 2654-9581/9681
FAX: (+91) 33 2654-4346
EMAIL: girishananda@rkmm.org
RAMAKRISHNA MATH & RAMAKRISHNA MISSION
P.O. BELUR MATH, DIST. HOWRAH
WEST BENGAL: 711202
INDIA
শুভেচ্ছা
আমি জেনে খুবই খুশি হলাম যে, ‘উদ্বোধন’ পত্রিকার ১২৫ বছর উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হতে চলেছে। নিঃসন্দেহে এটি একটি বিশেষ পদক্ষেপ। স্বামীজীর স্বপ্নের বাংলা পত্রিকা উদ্বোধন আজ দীর্ঘ ১২৫ বছর ধরে ধারাবাহিকভাবে যেভাবে সমস্ত মানুষের মনে আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক সকল দিক দিয়ে পুষ্টিসাধন করে চলেছে তা এককথায় অনবদ্য। উদ্বোধন পত্রিকা প্রকাশের প্রথম দিন থেকে আজ পর্যন্ত পথ চলা ও তার সফলতা স্বামীজীর সেই কথাকে মনে করিয়ে দেয়—যা জানুয়ারি ১৮৯৯, প্রথম বর্ষের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়। এই সংখ্যায় স্বামীজী একটা ‘প্রস্তাবনা’ লিখেছিলেন। এতে পত্রিকার উদ্দেশ্য ও সামাজিক ভূমিকা সম্পর্কে তিনি পাঠকদের অবহিত করেন—উদ্বোধন হবে প্রাচ্য ও পাশ্চাত্যের একটি আদর্শ সেতুস্বরূপ। প্রাচীন প্রজ্ঞা ও আধুনিক জ্ঞান—এই দুই মিলবে উদ্বোধনের পাতায়। উদ্বোধনে ধর্ম, সমাজ, দর্শন, বিজ্ঞান, কৃষি, শিল্প, সাহিত্য, ভ্রমণ—সবরকম বিষয়েই লেখা ছাপা হবে। সব লেখার মধ্যেই থাকবে উন্নত চিন্তাধারা ও ইতিবাচক মনোভাব। উদ্বোধন হবে নতুন ভারতবর্ষেরই উদ্বোধন।
আজ সারা ভারতবর্ষব্যাপী লক্ষাধিক মানুষ এই পত্রিকা পাঠ করছে এবং ধন্য হয়ে যাচ্ছে। উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দজী মহারাজ স্বামীজীর এই স্বপ্নকে সফল করার জন্য যে নিরন্তর নিরলস চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন, সেকথা অনুধ্যান করি। উদ্বোধন পত্রিকার জন্য স্বামী সারদানন্দজী মহারাজ যেভাবে পরিশ্রম করেছিলেন তাও স্মরণযোগ্য। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বহু বিদগ্ধ সন্ন্যাসী ও অনুরাগী ভক্তের ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্বোধন পত্রিকা দিনের পর দিন শ্রীরামকৃষ্ণ-ভাবধারার প্রচার ও প্রসার ঘটিয়ে মানবসমাজের চিন্তাধারার যে মান বৃদ্ধি করেছে, তা শ্রীশ্রীঠাকুরের অশেষ কৃপা৷ ‘বহুজনহিতায় বহুজনসুখায়’ যুগ যুগ ধরে এই পত্রিকা নিয়োজিত থাকুক—শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও শ্রীশ্রীস্বামীজীর কাছে এ আমার ঐকান্তিক প্রার্থনা।
সহাধ্যক্ষ
সতত শুভানুধ্যায়ী
১৬ নভেম্বর ২০২২