ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদে উদ্বোধন পত্রিকা একশো পঁচিশ বছরে পদার্পণ করছে। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মানসসঞ্জাত উদ্বোধন পত্রিকা কেবলমাত্র একটি সাময়িক পত্র নয়, ভারতের চিরন্তন বাণীর একটি সতত সঞ্চরণশীল প্রাণকেন্দ্রবিশেষ

Phone PBX: (033) 2654-5700/5701 EMAIL: president@rkmm.org Website: www.belurmath.org    RAMAKRISHNA MATH &  RAMAKRISHNA MISSION (The Headquarters) P.O. BELUR MATH, DIST. HOWRAH WEST BENGAL: 711202 INDIA শুভেচ্ছা-বাণী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদে উদ্বোধন পত্রিকা একশো পঁচিশ বছরে পদার্পণ করছে। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মানসসঞ্জাত উদ্বোধন পত্রিকা কেবলমাত্র একটি সাময়িক পত্র নয়, ভারতের চিরন্তন বাণীর একটি সতত সঞ্চরণশীল প্রাণকেন্দ্রবিশেষ। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী পরিভ্রমণ করে বুঝেছিলেন, মানুষের কাছে তাঁর গুরুদেবের উদার বাণী পৌঁছানোর জন্য প্রয়োজন এমন একটি কাগজের, যা ধারাবাহিকভাবে প্রকাশের মধ্য দিয়ে মানুষের মধ্যে চিরন্তন বাণীর স্রোতোধারায় দেশবাসীকে অবগাহন করাবে; একইসঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের ভাবের সমন্বয়ে নতুন সমাজ, নতুন জাতি তথা নতুন দেশ গঠনে দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। সেজন্য তিনি নিজে এই পত্রিকার পাতায় কলম ধরেছেন। প্রথম সংখ্যাতেই আগামীর প্রস্তাবনা করে নির্দিষ্ট করে দিয়েছেন—“দুই শক্তির সম্মিলনের ও মিশ্রণের যথাসাধ্য সহায়তা করা ‘উদ্বোধন’এর জীবনোদ্দেশ্য।” স্বামীজীর দৃঢ় বিশ্বাস ছিল—সনাতন ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে আধুনিক ভারতবর্ষ গড়ে উঠবে, আর তাঁর প্রবর্তিত উদ্বোধন পত্রিকা সেই বিলুপ্ত সনাতন ভারতবর্ষকে বাংলা ভাষাভাষি মানুষের কাছে তুলে ধরবে। বিগত একশো চব্বিশ বছর উদ্বোধন পত্রিকা এই বিশেষ কাজটি করে চলেছে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রাচীন পত্রিকা হিসাবে দেশ ও জাতির প্রতিনিধিত্ব কৃতিত্বের সঙ্গে করে চলেছে। দীর্ঘ এই যাত্রাপথের বর্ণময় ইতিকথা যেকোনো সহৃদয় পাঠককে আবেগতাড়িত করবেই। স্বামী ত্রিগুণাতীতানন্দজীর হাত ধরে যে-কাজটি স্বামীজী শুরু করেছিলেন বা বলা যেতে পারে যে দুঃসাহসিক অভিযানের সূচনা হয়েছিল, সেই অভিযানের ধারা অবিচ্ছিন্নভাবে বাঙালি তথা যেকোনো ভারতীয়ের কাছে গৌরবময় হোক। আজকের শুভক্ষণে তাঁদের মঙ্গলময় আকাঙ্ক্ষাকে স্মরণ করি। শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও শ্রীশ্রীস্বামীজীর কাছে প্রার্থনা করি—এই অভিযানের প্রবাহ অবিরত ও কল্যাণকারী হোক। আজ এই শুভ দিনে উদ্বোধন পরিবারের সকলকে আমার আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানাই। (স্বামী স্মরণানন্দ) অধ্যক্ষ বেলুড় মঠ ২৫ নভেম্বর ২০২২                                                     ২৫ নভেম্বর                                                                           

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in