Phone PBX:
(033) 2654-5700/5702
(033) 2654-9581/9681
FAX: (033) 2654-4346
Email: mail@rkmm.org
Website: www.belurmath.org

RAMAKRISHNA MATH
(The Headquarters)
P.O. BELUR MATH, DIST. HOWRAH
WEST BENGAL: 711202
INDIA

শুভেচ্ছাবার্তা

উদ্বোধন পত্রিকা আগামী বছর ১২৫ বর্ষে পদার্পণ করতে চলেছে। স্বামী বিবেকানন্দ বাংলা ভাষায় একটি পত্রিকা প্রকাশের প্রয়োজনীয়তা বোধ করেছিলেন। তাঁর এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল স্বামী ত্রিগুণাতীতানন্দের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। স্বামী ত্রিগুণাতীতানন্দ ছাড়াও উদ্বোধন সম্পাদনা করেছেন স্বামীজীর আরেক গুরুভাই স্বামী সারদানন্দ ও স্বামীজীর প্রিয় শিষ্য স্বামী শুদ্ধানন্দ। এছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে এই পত্রিকার জন্য সেবা দিয়েছেন অনেক বিশিষ্ট সন্ন্যাসী ও মহাপ্রাণ ব্যক্তি। তাঁদের সকলের ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমে উদ্বোধন-এর বিজয়রথ এগিয়ে চলেছে। এই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এই শুভলগ্নে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
স্বামী বিবেকানন্দের ইচ্ছায় শুরু থেকেই এই পত্রিকাটি নিছক একটি ধর্মীয় পত্রিকায় সীমাবদ্ধ না থেকে দর্শন, সাহিত্য, ইতিহাস, লোকসংস্কৃতি, শিল্প, বিজ্ঞান, ভ্রমণ প্রভৃতি নানা বিষয়ে রচনা প্রকাশ করে চলেছে। স্বামীজী বলেছিলেন: “পত্রের (উদ্বোধন-এর) প্রচার তো গৃহীদেরই কল্যাণের জন্য। দেশে নবভাব প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে। এই ফলাকাঙ্ক্ষারহিত কর্ম বুঝি তুই সাধন-ভজনের চেয়ে কম মনে করছিস?… শুধু পরহিতেই আমাদের সকল movement (কাজকর্ম)—এটা জেনে রাখিস।” লোককল্যাণে নিয়োজিত উদ্বোধন পত্রিকা আজ তাই সর্বত্র সমাদৃত।
উদ্বোধনের প্রথম আত্মপ্রকাশ পাক্ষিক পত্রিকারূপে৷ দশম বর্ষ থেকে তা মাসিক পত্রিকায় রূপান্তরিত হয়ে আজও নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে চলেছে। দেশীয় ভাষায় প্রকাশিত সাময়িক পত্রের ইতিহাসে এ এক বিরল ঘটনা।
“বহুজনহিতায় বহুজনসুখায়” উৎসর্গীকৃত উদ্বোধন জনকল্যাণে আরও প্রসারলাভ করুক শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজী মহারাজের চরণে সেই প্রার্থনা জানাই। ইতি—

(স্বামী সুবীরানন্দ)
সাধারণ সম্পাদক

শুভার্থী

১লা ডিসেম্বর ২০২২

স্বামী প্রেমানন্দজী মহারাজের শুভ জন্মতিথি