কালীঘাট—এই শব্দটিকে ঘিরে একদিকে যেমন রয়েছে পৌরাণিক কিংবদন্তি, তেমনই লোকবিশ্বাস।

কালীঘাট—এই শব্দটিকে ঘিরে একদিকে যেমন রয়েছে পৌরাণিক কিংবদন্তি, তেমনই লোকবিশ্বাস। আদিগঙ্গার তীরে সময়ের স্রোতে প্রবহমান এই তীর্থক্ষেত্র তথা শক্তিক্ষেত্র শুধুই ধর্মীয় কাহিনির বিস্ময়কে তুলে ধরে না, এর সঙ্গে জড়িয়ে থাকে বাংলা তথা ভারতবর্ষের নানা জনপদের ইতিহাস। তাই নিয়েই তৈরি হয় শক্তির অভয়স্থল কালীঘাট। সত্যযুগের দ‌ক্ষযজ্ঞের কাহিনি সর্বজনবিদিত। সতীর শ্রীঅঙ্গের থেকে যে একান্নটি পীঠস্থান গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম কালীঘাট। এই পীঠস্থানকে ঘিরে রয়েছে বিভিন্ন লোককাহিনি। মহা পবিত্র এই পুণ্যপীঠের সেই কাহিনির নৈবেদ্যই এবার পাঠকদের উদ্দেশে। মন্দিরের প্রতিষ্ঠা ও জনশ্রুতি যেখানে যেখানে এই দেবী-অঙ্গ পতিত হলো সেখানে সেখানে তৈরি হলো সতীপীঠ। পীঠনির্ণয়তন্ত্র-এর উনত্রিশতম পীঠ কালীঘাট। ‘পীঠ’ বলতে বোঝায় এমন এক স্থান, যেখানে দেবী স্বয়ং আসনে উপবেশন করে থাকেন। এই স্থানে সতীর দক্ষিণ চরণের চারটি (মতান্তরে একটি) আঙুল পড়েছিল, তা-ই রূপ পেল কালীঘাটের। দিগ্বিজয় প্রকাশ গ্রন্থ-মতে দেবীর বাঁহাতের আঙুল পড়েছিল কালীঘাটে। আবার পীঠমালাতন্ত্র অনুসারে দেবীর মস্তক পড়েছিল এই সতীপীঠে। যদিও সুদৃশ্য মন্দির-পরিশোভিত কালীঘাটের যে-ছবি বর্তমানে দেখা যায়, তার পিছনে রয়েছে একাধিক জনশ্রুতি। কালীঘাট মন্দির প্রতিষ্ঠার বিভিন্ন কাহিনি লোকমুখে ছড়িয়ে পড়লেও কালীমাহাত্ম্য প্রচার করাই ছিল মূল লক্ষ্য। ঘটনার বর্ণনায় মানুষের কল্পনার প্রলেপ পড়লেও চরিত্রগুলির ঐতিহাসিক ভিত্তি রয়েছে। বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ধর্মপ্রাণ জমিদার সন্তোষ রায় কোনো এক আষাঢ় মাসের শুক্লপক্ষে আদিগঙ্গার বুকে সপারিষদ নৌকাবিহারের সময় তীরবর্তী জঙ্গলের ভিতর থেকে শুনতে পান কাঁসর, ঘণ্টা ও শাঁখের শব্দ। অনুসন্ধানের পরে জঙ্গলের মধ্যে তিনি খুঁজে পান এক কালীমূর্তি ও বৃদ্ধ ব্রাহ্মণ পূজারিকে। সেই ব্রাহ্মণের থেকেই তিনি জানতে পারেন দেবীর মাহাত্ম্য ও স্থানটি সম্পর্কে। তারপরেই ভক্ত সন্তোষ রায় সিদ্ধান্ত নেন, সেখানে একটি পাকা মন্দির গড়ে তুলবেন। তাঁর উদ্যোগে ১৭৯৮ সালে মন্দির তৈরি শুরু হলেও শেষটা তিনি দেখে যেতে পারেননি। তাঁর মৃত্যুর পর পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র রাজীবলোচন রায় মন্দির তৈরির কাজ শেষ করেন ১৮০৯ সালে। এছাড়াও কালীঘাটের মন্দির প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছে আরো কিছু ঘটনা ও চরিত্র।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in