ভারতবর্ষ এক বিচিত্র দেশ। সেখানে একদিকে রয়েছে উপনিষদের নির্বিশেষ ব্রহ্মের উদ্ঘোষ।

ভারতবর্ষ এক বিচিত্র দেশ। সেখানে একদিকে রয়েছে উপনিষদের নির্বিশেষ ব্রহ্মের উদ্ঘোষ। আবার আরেকদিকে, শ্রীরামকৃষ্ণের ভাষায়, সেই সর্বত্র সমভাবে বিস্তারিত ব্রহ্মসমুদ্রের স্থানে স্থানে বরফ হয়ে জমে ওঠার কথাও রয়েছে তন্ত্রে এবং পুরাণে। সেই জমাট-বাঁধা ব্রহ্ম কখনো তীর্থের আকারে, পীঠস্থানের আকারে, গুরু এবং অবতারের আকারে সগুণ সাকাররূপে আত্মপ্রকাশ করেছে ভারতীয় চেতনায়। সেই সূত্র ধরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, একান্ন শক্তিপীঠ, চার প্রান্তের চার ধাম ইত্যাদির আবির্ভাব ভারতভূমিতে। শক্তিপীঠের উৎস আদ্যাশক্তি মহামায়ার একান্ন শক্তিপীঠ বর্তমান ভারত এবং ভারতের পার্শ্ববর্তী কয়েকটি দেশে ছড়িয়ে রয়েছে। এই শক্তিপীঠসমূহের উৎস সন্ধানে সর্বাধিক প্রচলিত মত—শিবহীন দক্ষযজ্ঞে উপস্থিত দক্ষকন্যা শিব-জায়া সতী পিতৃমুখে শিবনিন্দা শুনে দেহত্যাগ করলে ক্রুদ্ধ শিব বীরভদ্র প্রমুখ তঁার গণদের প্রেরণ করেন দক্ষযজ্ঞ বিনাশ করার জন্য। বীরভদ্র দক্ষের মুণ্ডচ্ছেদ করেন এবং শিব সতীর দেহ নিজস্কন্ধে নিয়ে তাণ্ডবনৃত্যে মত্ত হয়ে ওঠেন। সৃষ্টি রক্ষার জন্য বিষ্ণু নিজের চক্রের দ্বারা সতীর দেহ খণ্ডিত করেন। বিষ্ণুচক্রে ছিন্ন সতীদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ একান্ন খণ্ডে খণ্ডিত হয়ে বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই সেই স্থানে বিশেষ বিশেষ রূপে মহাদেবী পূজিতা হতে থাকেন এবং তঁার সঙ্গে মহাদেব ভৈরবরূপে বিশেষ নামে পূজা গ্রহণ করতে থাকেন। এইভাবে আত্মপ্রকাশ করেছে দেবীর পীঠ বা বিশেষ অধিষ্ঠানক্ষেত্রসমূহ। দক্ষযজ্ঞনাশ প্রসঙ্গে সতীর দেহখণ্ড বিভিন্ন স্থানে পতিত হওয়া এবং পীঠস্থানে ভৈরব সমেত দেবীর আত্মপ্রকাশের কথা পাওয়া যায় দেবীভাগবত এবং কালিকাপুরাণ-এ। বীরভূমের পঞ্চপীঠ পীঠনির্ণয়-এ বর্ণিত একান্ন শক্তিপীঠের মধ্যে একটিমাত্র জেলায় পাঁচটি শক্তিপীঠের সমাবেশ একমাত্র বীরভূমে দেখা যায়। পীঠনির্ণয়তন্ত্র-এর কিছু পাণ্ডুলিপিতে তেতাল্লিশটি পীঠের নাম রয়েছে, বাকি আটটি পরবর্তী সংযোজন বলে অনেকে মনে করেন। এই আটটির মধ্যে বীরভূমের কঙ্কালীতলা, নলহাটী, অট্টহাস, বক্রেশ্বর এবং নন্দীপুর রয়েছে। একই জেলায় পাঁচটি শক্তিপীঠের সমাবেশ এইখানে একসময়ের তন্ত্রচর্চা এবং সাধনার প্রাবল্যের ইঙ্গিতবহ। কঙ্কালীতলা শক্তিপীঠ দেবী সতীর অষ্টবিংশতি অর্থাৎ ২৮তম পীঠ সম্পর্কে পীঠনির্ণয়তন্ত্র-এর মত— “কাঞ্চীদেশে চ কঙ্কালো ভৈরবো রুরুনামকঃ।দেবতা দেবগর্ভাখ্যা…।।”১ অর্থাৎ, সতীর কঙ্কাল পতিত হয়েছে কাঞ্চীদেশে এবং সেই স্থানে দেবী ‘দেবগর্ভা’ নামে বিরাজ করছেন...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in