মা ভবতারিণী আজ বেশ সাজিয়াছেন। ঘর আলোয় ঝলমল করিতেছে। মায়ের সম্মুখে দুইটি
মা ভবতারিণী আজ বেশ সাজিয়াছেন। ঘর আলোয় ঝলমল করিতেছে। মায়ের সম্মুখে দুইটি সেজ, উপরে ঝাড়বাতি জ্বলিতেছে। মায়ের পাদপদ্মে জবাবিল্বদল, কণ্ঠে নানান পুষ্পমাল্য। বিবিধ নৈবেদ্যে মন্দিরতল পরিপূর্ণ। দক্ষিণেশ্বরে কালীপূজার এক রাত্রি। শ্রীরামকৃষ্ণ আজ অন্তর্মুখ, মাঝে মাঝে ভক্তদের সহিত দুই-একটি কথা কহিতেছেন। কখনো বলিতেছেন : “ওঁ কালী ওঁ কালী।” মহানিশায় পূজা আরম্ভ হইলে তিনি মাকে দর্শন করিতে আসিলেন। রাত্রিতে ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া অনেকগুলি শ্যামাসংগীত গাহিলেন। আজ আনন্দোৎসব। মা কালীর বিশেষ পূজা, শক্তির উপাসনা। একটু বিচার করিলেই দেখিতে পাইব, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই শক্তি লইয়া নাড়াচাড়া করিতেছি। আমাদিগের জীবন-সাধনা এক গভীর অর্থে শক্তি-সাধনা। আমাদের জীবনে নিরন্তর সংগ্রাম চলিতেছে—দুইটি বিপরীত শক্তির মধ্যে সংগ্রাম। একটি শক্তি নিরন্তর চাহিতেছে প্রকাশিত হইতে, অপরদিকে একটি বিপরীত শক্তি তাহাকে বাধা দিতেছে। মৃত্তিকার নিচে বীজের ভিতরকার প্রাণশক্তিকেও অঙ্কুরিত হইতে হইলে মৃত্তিকা ভেদ করিয়া বাহির হইতে হয়। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন : “প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলি চেষ্টা করছে জীবকে দাবিয়ে রাখতে, আর তাদের গ্রাহ্য না করে অন্তঃশক্তি স্বীয় আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ করে চলেছে—একেই বলে জীবন।” প্রতিকূলতার বাধা জয় করিয়া মানবজীবনে যে উন্নতি ও অগ্রগতি হয়, তাহাই সভ্যতা; আর বাধা বা প্রতিকূলতাকে অতিক্রম শক্তি সহায়েই সম্ভব। সৃষ্টি মানেই তাহা শক্তির এলাকা। জগৎকে স্বীকার করিলে শক্তিকেও স্বীকার করিতে হইবে। শক্তিপ্রকাশের তারতম্য রহিয়াছে। জীবনের বিভিন্ন স্তরে তাহা বিভিন্নভাবে ক্রিয়াশীল। প্রাথমিক স্তরে আমাদের চেতনা শরীর-কেন্দ্রিক। বহিঃপ্রকৃতির সহিত সংগ্রাম করিয়া দৈহিক সুখ-স্বাচ্ছন্দ্য লইয়া স্থিতিশীল হইলে শুরু হয় নূতন ধরনের সংগ্রাম, যেখানে মানুষের সহিত মানুষের সংগ্রাম, একের উপর অন্যের বিজিত হইবার চেষ্টা, স্বার্থের সংগ্রাম। শক্তির প্রকাশ তখন মানসিক স্তরে, বৌদ্ধিক স্তরে। এখানে শুভশক্তির প্রকাশ ঘটিলে মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনার বিকাশ দেখা যায়, সভ্যতার অগ্রগতি হয়। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করিয়া মানুষ পরার্থে জীবন উৎসর্গ করিয়া থাকে। ইহারই মাঝে মানুষের মন অন্তর্মুখী হয়, সে বুঝিতে পারে—কোনো এক বৃহৎ শক্তি তাহাকে চালনা করিতেছে, সেই শক্তির সহিত যুক্ত হইবার জন্য আকুতি দেখা...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
