পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজী (রামময় মহারাজ) ছিলেন শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য।

পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজী (রামময় মহারাজ) ছিলেন শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য। ১৯২২ সালে সংঘে যোগদানের পর স্বামী সারদানন্দজীর কাছে তিনি ব্রহ্মচর্য (১৯২৪) এবং স্বামী শিবানন্দজীর কাছে সন্ন্যাস-দী‌ক্ষা লাভ করেন (১৯২৮)। তিনি দেওঘর, মহীশূর, আলমোড়া ও মুম্বাই কেন্দ্রে কর্মিরূপে এবং দীর্ঘদিন লখনৌ আশ্রম (১৯৫২—৬৬) ও জয়রামবাটী মাতৃমন্দিরের অধ্যক্ষ (১৯৬৬—৭৮)ছিলেন। ২২ ফেব্রুয়ারি ১৯৮৬ তিনি ৮৯ বছর বয়সে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে মহাসমাধি লাভ করেন। রামময় মহারাজ খুব অল্প বয়সে স্কুলে পড়ার সময় জয়রামবাটীতে শ্রীশ্রীমায়ের পদপ্রান্তে উপনীত হওয়ার এবং প্রতি সপ্তাহান্তে তাঁর সেবা করার দুর্লভ সৌভাগ্য অর্জন করেছিলেন। সেসব দিনের মধুর স্মৃতি তিনি পরবর্তিকালে ভক্তদের কাছে অকৃপণভাবে বিতরণ করেছেন। আমাদের পরিবারের সাথে মহারাজের ১৯৬৮ সাল থেকে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বেশ কয়েকবার আমাদের নিউ দিল্লির গৃহে তাঁর শুভাগমন হয়েছিল। কারণ, প্রত্যেক বছর মহারাজ ‘All India Rose Show’-তে বিচারক হয়ে দিল্লিতে আসতেন এবং আমাদের আমন্ত্রণ কখনোই প্রত্যাখ্যান করতেন না। একবার মহারাজ আমাদের গৃহে মধ্যাহ্নভোজন করে আমার বাবা ও মায়ের অনুরোধে শ্রীশ্রীমায়ের কথা বলেন, যেটি বাবা (স্বর্গত পীযূষকান্তি রায়) টেপরেকর্ডারে ধরে রাখেন। সেটি এখানে সং‌ক্ষিপ্ত আকারে অনুলিখিত হলো। তাঁর কথাগুলির অনেকাংশই মাতৃদর্শন, শতরূপে সারদা এবং শ্রীশ্রীমায়ের পদপ্রান্তে (প্রথম খণ্ড) গ্রন্থে প্রকাশিত হয়েছে। সেই অংশগুলির এখানে আর পুনরুল্লেখ করা হলো না। আমার ১২ বছর বয়সের সেই স্মৃতি আজও যেন চোখের সামনে ভেসে ওঠে—শ্রীশ্রীমায়ের ছোট্ট শিশুটি চোখ বুজে মায়ের কথা সাশ্রুনয়নে বলে চলেছেন, আর আমরা মন্ত্রমুগ্ধ হয়ে তা আস্বাদন করছি। দিনটি ছিল ১৬ ডিসেম্বর ১৯৬৮। রামময় মহারাজ বলেন : “আমি ছোটবেলায় মায়ের কাছে গিয়েছিলাম, তখন আমি সাত ক্লাসে (বদনগঞ্জ স্কুলে) পড়ি। তা মায়ের বয়স্ক শিষ্যরা তাঁর কাছে প্রণাম করতে গেলে তিনি বড় ঘোমটা দিয়ে থাকতেন। কেউ যদি বলতেন—‘এত দূর থেকে এসেছি, গুরুর মুখ দেখব না, শুধু ঘোমটা দেখেই চলে যাব?’ তখন তিনি ঘোমটাটি সামান্য ওঠাতেন। কিন্তু আমি ছোট ছেলে, তাই মা আমার সামনে ঘোমটা দিতেন না। আমার পরম সৌভাগ্য—আমি মায়ের সঙ্গে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in