রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ।

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হলেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। তিনি সংঘের সপ্তদশ অধ্যক্ষ। গত ২৪ এপ্রিল তিনি এই পদে নির্বাচিত হন এবং ১ মে এক আনন্দময় পরিবেশে বেলুড় মঠে সংঘাধ্যক্ষের বাসভবনে এসে অবস্থান করতে শুরু করেন। ১৯২৯ সালের কর্ণাটকের বেঙ্গালুরুর এক ধর্মনিষ্ঠ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষগণ বসবাস করতেন তামিলনাড়ুতে। ৫-৬ বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি মহাত্মা গান্ধিকে দর্শন করেন। বেঙ্গালুরুর শেষাদ্রিপুরম উচ্চ বিদ্যালয় ও সরকাির কেন্দ্রীয় মহাবিদ্যালয়ে তাঁর ছাত্রজীবন অতিবাহিত হয়েছে। ১৯৫১ সালে তিনি বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যাতায়াত শুরু করেন এবং ১৯৫৪-৫৫ সালে রামকৃষ্ণ সংঘের সহাধ্যক্ষ ও বেঙ্গালুরু কেন্দ্রের তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী যতীশ্বরানন্দজী মহারাজের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। ১৯৫৫ সালে তাঁর কাছ থেকেই মন্ত্রদী‌ক্ষা লাভ হয়। পরের বছর গুরুর নির্দেশে তিনি দিল্লি কেন্দ্রে যোগদান করেন এবং ছয় বছর ঐ কেন্দ্রে সেবাদান করেন। সেসময় ঐ কেন্দ্রের সম্পাদক শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজের কাছ থেকে তিনি সাধুজীবনের পথনির্দেশ ও প্রেরণা লাভ করেন। দিল্লি কেন্দ্রের নবনির্মিত শ্রীরামকৃষ্ণ-মন্দিরের প্রথম পূজারি নিযুক্ত হন তিনি। ১৯৬০ সালে মহারাজ বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশি‌ক্ষণকেন্দ্রে যোগ দেন। ১৯৬২ সালে তৎকালীন সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের কাছ থেকে ব্রহ্মচর্য-দী‌ক্ষা লাভের পর তাঁর নাম হয় ‘ব্রহ্মচারী আত্মচৈতন্য’। ১৯৬৬ সালে তৎকালীন সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাসলাভ করেন, তাঁর নাম হয় ‘স্বামী গৌতমানন্দ’। ১৯৬৪ সালে পূজ্যপাদ মহারাজ দিল্লি কেন্দ্র থেকে সোহরা (পূর্বতন চেরাপুঞ্জি) আশ্রমে প্রেরিত হন। ১৯৬৮ সালে কর্মী হিসাবে আসেন মুম্বাই আশ্রমে এবং ১৯৭৬ সালে অরুণাচলপ্রদেশের আদিবাসী-অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে অবস্থিত আলো (পূর্বতন আলং) কেন্দ্রের দায়িত্ব দিয়ে তাঁকে পাঠানো হয়। সেসময়ে এই কেন্দ্রের বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। তিনি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগ চালু করেন। তাঁর নেতৃত্বে ঐ কেন্দ্রটি পঠন-পাঠন, খেলাধুলা প্রভৃতি নানা দিক দিয়ে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতিলাভ করে। ১৯৮৫ সালে বিদ্যালয়টি ‘National Award for Best Work in Child Welfare’ পুরস্কার পায়।...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in