রামকৃষ্ণ মঠ, চেন্নাই : গত ৮ এপ্রিল ২০২৩ আশ্রমের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিবেকানন্দ হাউস’ প্রাঙ্গণে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগদান করেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর রাজ্যপাল মাননীয় আর. এন. রবি, কেন্দ্রীয় সরকারের তথ্য ও
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, চেন্নাই : গত ৮ এপ্রিল ২০২৩ আশ্রমের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিবেকানন্দ হাউস’ প্রাঙ্গণে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগদান করেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর রাজ্যপাল মাননীয় আর. এন. রবি, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় ডঃ এল. মুরুগন, তামিলনাড়ু সরকারে শিল্পমন্ত্রী মাননীয় থঙ্গম থেন্নারসু ও অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ তথা এই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই অনুষ্ঠানে ভাষণ প্রদান করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, মুম্বাই : গত ২১—২৩ এপ্রিল ২০২৩ আশ্রমের বর্ষব্যাপী শতাব্দীজয়ন্তী উৎসবের শুভারম্ভ হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। মহারাষ্ট্রের রাজ্যপাল মাননীয় রমেশ বইস, পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ ও অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বিশেষ পূজা, জনসভা, শোভাযাত্রা, ভজন, সংগীত প্রভৃতি অনুষ্ঠিত হয়। ১৮৪ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয় এবং ২৪—২৬ এপ্রিল বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। মাতৃমন্দির ও রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম, জয়রামবাটী : গত ২৩ এপ্রিল ২০২৩ অক্ষয়তৃতীয়া তিথিতে শ্রীমা সারদাদেবীর মন্দির-প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি উৎসব বিশেষ পূজা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সারাদিনব্যাপী সংগীত, যাত্রাপালা প্রভৃতির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এর আগের ও পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৫০০০০ ভক্ত মহা আনন্দ ও উৎসাহের সঙ্গে এই তিনদিনব্যাপী অনুষ্ঠানে যোগদান করেন। সেবাব্রত চিকিৎসাশিবির ঔরঙ্গাবাদ : গত ১৩ থেেক ১৫ মার্চ ২৯৯০ জনের চিকিৎসা; কোয়েম্বাতুর মিশন : ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ ৬৬৪ জনের চিকিৎসা; কানপুর : ২৬ ফেব্রুয়ারি ও ১৯ মার্চ ২৫৮ জনের চিকিৎসা; মুম্বাই : ১৯ মার্চ ১৩৩ জনের চিকিৎসা; রহড়া : ২৭ নভেম্বর ও ১১ ডিসেম্বর ১২৮৩ জনের চিকিৎসা; সালেম : ২৬ ফেব্রুয়ারি, ৫ ও ১২ মার্চ তিনটি চিকিৎসাশিবিরে ১৫৫৯ জনের চিকিৎসা; সেবাপ্রতিষ্ঠান : ২৬ ফেব্রুয়ারি বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের সাধারণ উৎসবে ৪০৫ জনের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in