রামকৃষ্ণ মিশন আশ্রম, সরিষা : গত ৩—৫ ফেব্রুয়ারি ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে বর্ষব্যাপী শতবর্ষ-জয়ন্তী উৎসবের সমাপ্তিপর্ব উদ্যাপিত হয়। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ।
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রম, সরিষা : গত ৩—৫ ফেব্রুয়ারি ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে বর্ষব্যাপী শতবর্ষ-জয়ন্তী উৎসবের সমাপ্তিপর্ব উদ্যাপিত হয়। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। ৫ তারিখ শতাব্দী-ভবনের দ্বারোদ্ঘাটন এবং সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। এই উৎসবের অঙ্গ ছিল শোভাযাত্রা, জনসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাধু ও নারায়ণ সেবা প্রভৃতি। এই উপলক্ষে একটি স্মারকগ্রন্থও প্রকাশিত হয়। অনুষ্ঠানে শত শত সন্ন্যাসী ও ব্রহ্মচারী, ভক্ত, ছাত্র ও অনুরাগী অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘর : গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সদ্যসমাপ্ত শতাব্দী-জয়ন্তী উৎসব উপলক্ষে দেওঘর বিদ্যাপীঠ পরিদর্শন করেন। শতবর্ষ যাবৎ অত্যন্ত প্রশংসনীয় সেবাকাজের জন্য তিনি বিদ্যাপীঠের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন।রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর : গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ মহাশিবরাত্রি তিথিতে বেলুড় মঠের অধীনস্থ উপকেন্দ্র দক্ষিেণশ্বর মঠে সাধুনিবাসের দ্বারোদ্ঘাটন করেন স্বামী সুবীরানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন, লামডাং : গত ১০ ও ১১ মার্চ ২০২৩ নতুনভাবে সম্প্রসারিত মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এবং অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় প্রেমা খাণ্ডু। এই অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী মাননীয় কিরেন রিজিজু এবং রাজ্যের যুব ও ক্রীড়া মন্ত্রী মাননীয় মামা নাটুং, শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী তাবা টেডির, ৮ জন বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম পর্বে একটি শিক্ষাবিভাগ, একটি গবেষণাগার তথা কার্য বিভাগ ও প্রশাসনিক বিভাগ নির্মিত হয়েছে। এছাড়াও স্বামীজীর একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ মিশন, আলমবাজার : ঐতিহাসিক আলমবাজার মঠ বেলুড় মঠ কর্তৃক সম্প্রতি অধিগৃহীত হয়েছে। এই উপলক্ষে গত ১৮ মার্চ ২০২৩ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজনীয় সহাধ্যক্ষগণ যথাক্রমে শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ, শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ ও শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ এবং সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in