রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার বিশেষ পূজা, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি পালিত হয়। এই উপলক্ষে আয়োজিত বৈকালিক জনসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ
উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ২১ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার বিশেষ পূজা, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবতিথি পালিত হয়। এই উপলক্ষে আয়োজিত বৈকালিক জনসভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। এদিন প্রায় ১৮,০০০ ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। এই উৎসবের অঙ্গ হিসাবে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি যথাক্রমে যাত্রাভিনয় ও লোকনাট্য পরিবেশিত হয়।২৬ ফেব্রুয়ারি, রবিবার মহা সমারোহে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব মহোৎসব উদ্যাপিত হয়। সারাদিনে প্রায় এক লক্ষের মতো দর্শনার্থী এই উৎসবে যোগদান করেন এবং প্রায় ৩৬,০০০ ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন, নরোত্তমনগর : গত ২৩ জানুয়ারি ২০২৩ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের শুভ আবির্ভাবতিথিতে বর্ষব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের অংশ হিসাবে জনসভা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ, অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মাননীয় চোওনা মেইন, জনস্বাস্থ্য, কারিগরি ও জলসরবরাহ মন্ত্রী মাননীয় ওয়াংকি লোয়াং, কয়েকজন বিধায়ক, রাজ্যের মুখ্যসচিব-সহ কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী এবং ২০০০ ভক্ত ও অনুরাগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে আশ্রম-প্রাঙ্গণে ১২ ফুট উচ্চ ভগবান বুদ্ধের একটি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। সেবাব্রত গত ১০—১৬ জানুয়ারি ২০২৩ গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেবাপ্রতিষ্ঠান কেন্দ্র মেলা-প্রাঙ্গণে দিবারাত্র চিকিৎসা পরিষেবা প্রদান করে। ২৩৩ জনের অন্তর্বিভাগে চিকিৎসা-সহ মোট ৮২৬৮ জন রোগীর চিকিৎসা করা হয়। মনসাদ্বীপ কেন্দ্র ৫৪৮ জন তীর্থযাত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থা করে; এছাড়াও স্থানীয় প্রশাসন আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দেহত্যাগ স্বামী অনঘানন্দ (নিখিল মহারাজ) গত ৪ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ৭টা ৪ মিনিটে বৃন্দাবন কেন্দ্রে দেহত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও পার্কিনসন রোগে ভুগছিলেন। দুই বছরের অধিককাল বেলুড় মঠে অবস্থান করে কয়েক সপ্তাহ আগে তিনি বৃন্দাবনে ফেরেন। তারপর অকস্মাৎ যন্ত্রণাহীনভাবে তাঁর দেহত্যাগ হয়। মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য। ১৯৭৫ সালে সারগাছি কেন্দ্রে তিনি যোগদান করেন এবং ১৯৮৫ সালে নিজগুরুর কাছ থেকে সন্ন্যাসলাভ করেন। তিনি বেলুড় মঠ ছাড়াও সারগাছি, মনসাদ্বীপ, রহড়া,...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in