রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১৪ জানুয়ারি ২০২৩ বিশেষ পূজা, ভজন, সংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালিত হয়।

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ, বেলুড় : গত ১৪ জানুয়ারি ২০২৩ বিশেষ পূজা, ভজন, সংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালিত হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত যোগদান করেন। বৈকালিক ধর্মসভায় সভাপতিত্ব করেন স্বামী দিব্যানন্দজী মহারাজ। প্রায় ১৫ হাজার ভক্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মেেমারিয়াল, পোরবন্দর : গত ৭—১০ জানুয়ারি ২০২৩ যুবসম্মেলন, আধ্যাত্মিক শিবির, জনসভা, ভক্তিগীতি, ভাষণ প্রভৃতির মাধ্যমে রজতজয়ন্তী উৎসব পালিত হয়। এই উপল‌ক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়। মোট ১৩৫০ জন ভক্ত ও অনুরাগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র : গত ১২ জানুয়ারি ২০২৩ বর্ণাঢ্য শোভাযাত্রা, ভজন, সংগীত, বাঁশি ও সেতার বাদন প্রভৃতির মাধ্যমে জাতীয় যুবদিবস পালিত হয়। এই উপল‌ক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। ভাষণ দেন এই কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ ও শক্তিপ্রসাদ মিশ্র। সারাদিনব্যাপী অনুষ্ঠানে ৩৫ হাজারের অধিক অনুরাগী আগমন করেন ও স্বামীজীকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এদিন সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি ও বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারীও আগমন করেন ও শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। সমস্ত অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়। গত ১৪ জানুয়ারি বিশেষ পূজা, ভজন, বিবেকগীতি, প্রসাদবিতরণ প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দের আবির্ভাবতিথি পালিত হয়। এদিন সন্ধ্যায় স্বামীজীর জীবন ও বাণী বিষয়ে ভাষণ দেন স্বামী জ্ঞানলোকানন্দ। এছাড়াও স্বামীজীর আবির্ভাব উপল‌ক্ষে ১৩, ১৫—১৯ জানুয়ারি উদীয়মান লেখক, ভক্ত ও যুব সম্মেলন, শ্রুতিনাটক, শাস্ত্রীয়, কথাকলি ও ওড়িশি নৃত্য, ভরতনাট্যম্‌, পুরস্কারবিতরণ প্রভৃতি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দিনে ভাষণ দেন স্বামী দেবরাজানন্দ, স্বামী জ্ঞানলোকানন্দ, স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী সর্ববিদানন্দ, স্বামী ধ্যেয়ানন্দ, স্বামী বেদাতীতানন্দ, বিনায়ক ব্যানার্জী প্রমুখ। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘর : গত ২৮ জানুয়ারি ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষব্যাপী শতাব্দী জয়ন্তী উৎসবের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়। এই উপল‌ক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্য‌‌ক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। ভাষণ দেন দুইজন বিচারপতি, স্থানীয় বিধায়ক এবং কয়েকজন বিশিষ্ট...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in